কোহলিদের অস্ট্রেলিয়া সফরের তারিখ নির্ধারণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ এএম, ২৯ মে ২০২০
কোহলিদের অস্ট্রেলিয়া সফরের তারিখ নির্ধারণ

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে শঙ্কা জমেছিল কোহলিদের অস্ট্রেলিয়া সফর নিয়ে। তবে সেই শঙ্কায় দেখা দিয়েছে আলোর ঝলকানি। ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয় ক্রিকেট দলের সফরে চার ম্যাচ টেস্ট সিরিজের জন্য তারিখ নির্ধারণ করেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতের জানিয়েছে, অস্ট্রেলিয়া শুক্রবার (২৯ মে) ২০২০-২১ গ্রীষ্মের পুরো মৌসুমের পুরুষ ও নারী ক্রিকেট দলের আন্তর্জাতিক সময়সূচি ঘোষণা করবে। যেখানে ভারতের আগে পার্থে ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার একমাত্র টেস্ট সিরিজও থাকবে।

একটা সময় শোনা যাচ্ছিল, হয়তো একটি স্টেডিয়ামে হতে পারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ায় পা দেওয়ার পরে যেখানে নিভৃতবাসে থাকবেন বিরাট কোহলিরা। তারপর সেখানেই চার টেস্টের সিরিজ হবে। কিন্তু একটা নয়, চারটি স্টেডিয়ামে হবে চারটি টেস্ট। যার প্রথমটি ৩ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে। এছাড়া শেষ পর্যন্ত যদি এ সফর হয়, তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্টও খেলবে ভারত।

ভারতের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট খেলার ব্যাপারে অনেক আগে থেকেই আগ্রহ দেখিয়ে আসছে অস্ট্রেলিয়া। ইডেনে ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্ট হওয়ার পরেই ভারতীয় বোর্ডকে গোলাপি বলের টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল অস্ট্রেলিয়া। এছাড়া আরও একটা ব্যাপার অস্ট্রেলিয়া দলের চাহিদা মতোই হচ্ছে। সেটা হলো, ব্রিসবেনে প্রথম টেস্ট খেলা।

ঠিক যেটা চেয়েছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। এর একটা কারণ হলো, ব্রিসবেনে অস্ট্রেলিয়ার রেকর্ড। সেই ১৯৮৮ থেকে এখন পর্যন্ত ব্রিসবেনে কোন টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। আবার ভারত এখানে ছয়টি টেস্ট খেলে একটিতে ড্র করে পাঁচটিতে হেরেছে। যে কারণে টিম পেইনরা ব্রিসবেনেই সিরিজ শুরু করতে চেয়েছিলেন।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্ভাব্য সূচি
প্রথম টেস্ট : ৩-৭ ডিসেম্বর (ব্রিসবেন)
দ্বিতীয় টেস্ট : ১১-১৫ ডিসেম্বর (অ্যাডিলেড, দিবা-রাত্রি)
তৃতীয় টেস্ট : ২৬-৩০ ডিসেম্বর (মেলবোর্ন)
চতুর্থ টেস্ট : ৩-৭ জানুয়ারি (সিডনি)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যে কারণে অবসরে যাননি মাশরাফি

যে কারণে অবসরে যাননি মাশরাফি

বিশ্বকাপ স্থগিতের খবর মিথ্যা : আইসিসি

বিশ্বকাপ স্থগিতের খবর মিথ্যা : আইসিসি

ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি আইসিসির

ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি আইসিসির

ফাঁকা মাঠে ম্যাচ আয়োজনে ক্ষতির শঙ্কা দ্রাবিড়ের

ফাঁকা মাঠে ম্যাচ আয়োজনে ক্ষতির শঙ্কা দ্রাবিড়ের