সাকিব নেই, রিয়াদের নেতৃত্বে দলে ফিরলো লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৪ এএম, ০৪ মার্চ ২০১৮
সাকিব নেই, রিয়াদের নেতৃত্বে দলে ফিরলো লিটন

পূর্বের আশঙ্কায় সত্যি হলো। শ্রীলঙ্কার মাটিতে ভারতকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় নিদাহাস টি-টোয়েন্টি ট্রফিতে খেলতে পারবেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং দলে ডাক পেয়েছেন লিটন কুমার দাস।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ২৬ ফেব্রুয়ারি নিদাহাস ট্রফির জন্য সাকিবকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু বাঁ-হাতের আঙুলের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়লেন সাকিব।

গত জানুয়ারিতে ঢাকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় আঙুলের ইনজুরিতে পড়েন সাকিব। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচে ব্যাট হাতে নামতে পারেননি তিনি। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি সাকিব। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিদাহাস ট্রফিতেও দলের নেতৃত্ব ভার পেলেন মাহমুদুল্লাহ।

স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে শ্রীলঙ্কা। আগামী ৬ মার্চ শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ৮ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। ফাইনাল হবে ১৮ মার্চ। ফাইনালের আগে ডাবল লিগ পদ্ধতিতে চারটি করে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা-ভারত ও বাংলাদেশ।

বাংলাদেশ দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়হার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন অপু।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএলে দল পেলেন সাকিব-রিয়াদ

সিপিএলে দল পেলেন সাকিব-রিয়াদ

নিদহাস ট্রফিতেও মাঠের বাইরে সাকিব

নিদহাস ট্রফিতেও মাঠের বাইরে সাকিব

দায়িত্ব অন্তর্বর্তীকালীন, তবুও প্রত্যাশা জানালেন কোচ ওয়ালশ

দায়িত্ব অন্তর্বর্তীকালীন, তবুও প্রত্যাশা জানালেন কোচ ওয়ালশ

বাংলাদেশ-ভারতের পর শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশ-ভারতের পর শ্রীলঙ্কার দল ঘোষণা