এটাই সেরা সময় : তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ এএম, ০৭ মার্চ ২০১৮
এটাই সেরা সময় : তামিম

সাম্প্রতিক বাজে পারফর্মেন্সের কারণে সৃষ্ট আতঙ্ক কাটানোর লক্ষ্যে নিদাহাস ট্রফিতে বাংলাদেশ তাদের মৌলিক ক্রিকেটে ফিরে যাবে বলে জানিয়েছেন দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ বাজে পারফর্মেন্স শুরু করে, যার প্রভাব অব্যাহত ছিল শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ হোম সিরিজেও। এসময় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শিরোপা লাভে ব্যর্থ হওয়া টাইগাররা পরবর্তীতে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ঘুরপাক খেয়েছে ব্যর্থতার আবর্তে।

এখন ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনের সবচেয়ে অভিজ্ঞ এবং টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই নিদাহাস ট্রফিতে খেলতে হচ্ছে বাংলাদেশকে। তবে আবার আগের অবস্থানে বাংলাদেশ দলের ফেরার ক্ষেত্রে কোন রকম সমস্যা দেখছেন না তামিম ইকবাল।

স্বাগতিক লঙ্কা ও ভারতকে নিয়ে আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলের এই ওপেনার বলেন, ‘এখানকার চ্যালেঞ্জ আলাদা। আমরা জানি দলগতভাবে সেরা ফর্মে নেই। এমনটি ঘটতেই পারে। তবে আমি বলব একজন বোলার কিংবা ব্যাটসম্যানের জন্য এটি একটি স্বাভাবিক ঘটনা। এর মধ্যেই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আমাদের ভালো কিছু অর্জনের দিকে ছুটতে হবে।’

তামিম বলেন, ‘একটি দলের জন্য এমন ঘটনা স্বাভাবিক। আমার ক্ষেত্রে বলব, একজন ব্যাটসম্যানকে কখনো খারাপ ফর্মের জন্য আতঙ্কিত হওয়া চলবে না। আমি দেখেছি কিছু কিছু সময় আমরা খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। আমি মনে করি সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

‘একটি দল হিসেবে আপনাকে এগুলো মানতে হবে যে, কোন কোন সময় ভালো যায় না। এ জন্য আমরা আতঙ্কিত হবো না। এর পরিবর্তে মৌলিক ক্রিকেটে ফিরতে হবে। আমাদের মনে রাখতে হবে বিগত কয়েক বছর যাবৎ এই মৌলিক ক্রিকেট দিয়েই আমরা সফল হয়েছি।’

বাংলাদেশ দলের এই ওপেনারের বিশ্বাস কোচ চন্ডিকা হাথুরুসিংহের অপ্রত্যাশিত বিদায় এ ক্ষেত্রে কিছুটা ভুমিকা রেখেছে। দল এ সময় বুঝতে পারছিল না এমন পরিস্থিতিতে করণীয় কি। তামিম বলেন, ‘এখানেও আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি (হাথুরু) চলে গেছেন বলে সবকিছু শেষ হয়ে যায়নি। এটি কোন বিষয় হতে পারে না। এর ফলে সবকিছুই নিমজ্জিত হতে পারে না। তার বিদায়ের পর আমাদেরকে আবার শুরু করতে হবে। নতুন করে শুরু করার এটিই সেরা সময়।’


শেয়ার করুন :


আরও পড়ুন

চার বলে চার উইকেট নিয়ে মাশরাফির রেকর্ড

চার বলে চার উইকেট নিয়ে মাশরাফির রেকর্ড

জয়ের সঙ্গে নিজেদের ঝালিয়ে নিল বাংলাদেশ

জয়ের সঙ্গে নিজেদের ঝালিয়ে নিল বাংলাদেশ

ম্যাককালামের ভাই মোস্তাফিজ

ম্যাককালামের ভাই মোস্তাফিজ

শান্তর সেঞ্চুরি মাশরাফির দুর্দান্ত হ্যাট্টিকে জয় আবাহনীর

শান্তর সেঞ্চুরি মাশরাফির দুর্দান্ত হ্যাট্টিকে জয় আবাহনীর