বাংলাদেশের টস জয়, দুই দলের একাদশেই পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৮ এএম, ১০ আগস্ট ২০২১
বাংলাদেশের টস জয়, দুই দলের একাদশেই পরিবর্তন

সিরিজের শেষ ম্যাচে টস ভাগ্যে জয় পেয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একই সঙ্গে সিরিজের প্রথম চার ম্যাচে একই একাদশ নিয়ে খেলার পর শেষ ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার একাদশের এসেছে দুটি পরিবর্তন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়ার পর একই একাদশ নিয়ে টানা চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম তিন ম্যাচে জয় তুলে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। চতুর্থ ম্যাচে হারের স্বাদ পাওয়ার পর শেষ ম্যাচে এসে প্রথমবারের মতো একাদশে পরিবর্তন আনলো বাংলাদেশ।

প্রথম চার ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম এবং শামীম হোসে পাটয়ারী। তাদের পরিবর্তে অস্ট্রেলিয়া সিরিজে প্রথমবারের মতো একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং মোসাদ্দেক হোসেন সৈকত।

অন্যদিকে, বাংলাদেশের ন্যায় অস্ট্রেলিয়া একাদশের দুটি পরিবর্তন আনা হয়েছে। চতুর্থ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জশ হ্যাজলেউড এবং অ্যান্ড্রু টাই। তাদের পরিবর্তে দলে ঢুুকেছে তৃতীয় ম্যাচে নিজের অভিষেক হ্যাটট্রিক করা নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহেদী হাসান, মোসাদ্দেক, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন এবং নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ
ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), বেন ম্যাকডরম্যাট, মিচেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যালেক্স ক্যারি, অ্যাশটন টার্নার, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, অ্যাশটন অ্যাগার, নাথান এলিস, অ্যাডাম জাম্পা এবং মিচেল সোয়াপসন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ শেষে রাতেই ঢাকা ছাড়বে অজিরা

ম্যাচ শেষে রাতেই ঢাকা ছাড়বে অজিরা

জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ

জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন প্রিন্স

নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন প্রিন্স

মোস্তাফিজের কাছে কাটার শেখার চেষ্টায় আছেন শরিফুল

মোস্তাফিজের কাছে কাটার শেখার চেষ্টায় আছেন শরিফুল