টি-টোয়েন্টিতে পোলার্ডের ৫শ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৭ এএম, ২০ নভেম্বর ২০১৭
টি-টোয়েন্টিতে পোলার্ডের ৫শ

দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫শ’ ছক্কার মালিক হলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। বিপিএলের পঞ্চম আসরের ১৯তম ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৩টি ছক্কা হাকিয়ে এ মাইলফলক স্পর্শ করেন ঢাকা ডায়নামাইটসের পোলার্ড।

প্রথম ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্রিকেটে ৫শ ছক্কার মালিক আগেই হয়েছেন এই ফরম্যাটের বিধ্বংসী ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজেরই ক্রিস গেইল। বর্তমানে ৭৭২টি ছক্কার মালিক তিনি। ৩০৯ ম্যাচে ১৮টি সেঞ্চুরিতে ১০৫৭১ রানের মালিক গেইল। যা টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানও।

রাজশাহীর বিপক্ষে খেলতে নামার আগে পোলার্ডের পরিসংখ্যান ছিল ৩৯১ ম্যাচে ৪৯৭টি ছক্কা। তাই ৫শ ছক্কার মালিক হতে ৩টি ওভার বাউন্ডারি প্রয়োজন ছিল পোলার্ডের।

ঢাকার ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে রাজশাহীর সামিত প্যাটেল, ১৯তম ওভারের শেষ বলে ফরহাদ রেজা এবং শেষ ওভারের দ্বিতীয় বলে হোসেন আলীর বলে ছক্কা হাকান পোলার্ড। তাতেই টি-টোয়েন্টি ফরম্যাটে ৫শ ছক্কা পূর্ণ হয় পোলার্ডের।

এ ম্যাচে ২৪ বলে হাফ-সেঞ্চুরির পর ২৫ বল মোকাবেলায় ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫২ রান করেন পোলার্ড।


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যর্থ গেইল-ম্যাককালাম, কুমিল্লার কাছে হারলো রংপুর

ব্যর্থ গেইল-ম্যাককালাম, কুমিল্লার কাছে হারলো রংপুর

রাজশাহীকে ৬৮ রানে হারালো ঢাকা

রাজশাহীকে ৬৮ রানে হারালো ঢাকা

‘নিষিদ্ধ’ হাফিজকে আকরামের অন্য পরামর্শ

‘নিষিদ্ধ’ হাফিজকে আকরামের অন্য পরামর্শ

স্টেডিয়ামে ১০ ভারতীয়সহ ৭৭ জুয়ারি আটক

স্টেডিয়ামে ১০ ভারতীয়সহ ৭৭ জুয়ারি আটক