ভারতকেও উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৬ জুন ২০১৮
ভারতকেও উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের পর এবার ভারতকেও উড়িয়ে দিল বাংলাদেশ দল। বুধবার টুর্নামেন্টের নবম ও নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে ভারতকে।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ভারত। শুরুটা ভালো হয়নি তাদের। তারপরও মিডল-অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত। দলের পক্ষে অধিনায়ক হারমানপ্রিত কাউর ৪২ ও দিপ্তি শর্মা ৩২ রান করেন। রুমানা আহমেদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া অধিনায়ক সালমার শিকার করেন ১ উইকেট।

জয়ের জন্য ১৪২ রানের সহজ টার্গেটে দুই ওপেনারের কাছ থেকে ২৯ রানের সূচনা পায় বাংলাদেশ। তবে স্কোর বোর্ডে ৪৯ রান উঠতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত।

কিন্তু তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটি গড়ে ২ বল বাকি থাকতে বাংলাদেশকে দুর্দান্ত এক জয়ের স্বাদ দেন ফারজানা হক ও রুমানা আহমেদ। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৫২ রান করেন ফারজানা। ৬টি চারে ৩৪ বলে অনবদ্য ৪২ রান করেন রুমানা। ম্যাচ সেরা হন বাংলাদেশের রুমানা।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তাকে ৭ উইকেটে হারায় সালমা খাতুনের দল। আগামীকাল (বৃহস্পতিবার) থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

আফগানদের কাছে সিরিজ হারালো বাংলাদেশ

আফগানদের কাছে সিরিজ হারালো বাংলাদেশ

বাংলাদেশকে লজ্জা দিল আফগানিস্তান

বাংলাদেশকে লজ্জা দিল আফগানিস্তান

বাংলাদেশের ৭৫ রানের লজ্জাজনক হার

বাংলাদেশের ৭৫ রানের লজ্জাজনক হার