উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন মিরাজ-তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৩ পিএম, ৩০ জুন ২০২২
উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন মিরাজ-তাসকিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং পেসার তাসকিন আহমেদকে দলে যুক্ত করা হয়েছে। এছাড়া ইনজুরির কারণে আগের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড থেকে তিনজন বাদ পড়েছেন। তারা হলেন- শহিদুল ইসলাম, সাইফউদ্দিন এবং ইয়াসির আলি রাব্বি।

উইন্ডিজে টেস্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন ইয়ারসির আলি রাব্বি। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। এছাড়াও সীমিত ওভারের সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে ফিটনেস টেস্টে পাশ না করায় উইন্ডিজ যেতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। উইন্ডিজে দলের সাথে থাকা পেসার শহিদুল ইসলামও ভুগছেন ইনজুরিতে।

ইনজুরি আক্রান্ত এই তিন ক্রিকেটারের বদলি হিসেবে উইন্ডিজে দলের সাথে থাকা মেহেদি হাসান মিরাজ ও ওয়ানডে স্কোয়াডে থাকা তাসকিন আহমেদকে টি-টোয়েন্টি সিরিজের দলে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৩০ জুন) এক বিবৃতিতে টি-টোয়েন্টি স্কোয়াডে এই দুই ক্রিকেটারের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সীমিত ওভারের সিরিজে না থাকা ক্রিকেটারদের সাথে দেশে ফিরে আসবেন পেসার শহিদুল ইসলাম।

২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন মেহেদি হাসান মিরাজ। প্রায় চার বছর পর আবারও ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দেখা যাবে তাকে। টি-টোয়েন্টিতে সুযোগ না পেলেও ওয়ানডে ও টেস্ট দলের নিয়মিত সদস্য তিনি।

এদিকে চলতি বছরের এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে। ইনজুরি কাটিয়ে ওয়ানডে দিয়ে ক্রিকেটে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত টি-টোয়েন্টি দিয়েই ফিরছেন তিনি।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ, মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি জিততে বড় পুঁজির প্রয়োজনীয়তা দেখছেন না সিডন্স

টি-টোয়েন্টি জিততে বড় পুঁজির প্রয়োজনীয়তা দেখছেন না সিডন্স

‘টেস্ট সংস্কৃতি গড়ে ওঠেনি’ সাকিবের মন্তব্যে ‘একমত’ পাপন

‘টেস্ট সংস্কৃতি গড়ে ওঠেনি’ সাকিবের মন্তব্যে ‘একমত’ পাপন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সোহান-শান্তর উন্নতি, পেছালেন সাকিব

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সোহান-শান্তর উন্নতি, পেছালেন সাকিব

আমরা অবশ্যই জয়ের জন্য খেলবো: তাসকিন

আমরা অবশ্যই জয়ের জন্য খেলবো: তাসকিন