আবারও শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২
আবারও শীর্ষস্থান হারালেন সাকিব

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়ালেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। শীর্ষস্থান থেকে সরে দুইয়ে নেমে গেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) আইসিসির র‍্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালানাগাদ প্রকাশ হয়েছে। যেখানে সাকিবকে সরিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন আফগানিস্থান অধিনায়ক মোহাম্মদ নবী। 

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি সাকিব। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। 

চলতি বছরের ১৪ সেপ্টেম্বর প্রায় এক বছর পর অলরাউন্ডারদের শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন সাকিব। তখন তার রেটিং পয়েন্ট ছিল ২৪৮। আরব আমিরাতে বিপক্ষে না খেলায় পাঁচ পয়েন্ট কমে সেটা এখন দাঁড়িয়েছে ২৪৩।

অন্যদিকে নবীর রেটিং এখন ২৪৬। তার রেটিংয়ে কোনো পরিবর্তন না হলেও সাকিবের রেটিং কমে যাওয়ায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি।  

ব্যাটারদের তালিকাতেও তিন ধাপ পিছিয়েছেন সাকিব। তার অবস্থান এখন যৌথভাবে পচাঁত্তরে। আরব আমিরাতে বিপক্ষে দুই ম্যাচে ৭৭ ও ১৮, মোট ৯৫ রান করেছেন আফিফ। ১১ ধাপ এগিয়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ৪০ নম্বরে উঠে এসেছেন তিনি। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষ্প্রভ সাকিব, দলও পারেনি জিততে

নিষ্প্রভ সাকিব, দলও পারেনি জিততে

এবার লড়াই করতে পারেনি আমিরাত, সহজেই জিতলো বাংলাদেশ

এবার লড়াই করতে পারেনি আমিরাত, সহজেই জিতলো বাংলাদেশ

র‌্যাংকিংয়ে ফারজানার সাত ধাপ উন্নতি

র‌্যাংকিংয়ে ফারজানার সাত ধাপ উন্নতি

এশিয়া কাপে নিজেদের এগিয়ে রাখছেন জ্যোতি

এশিয়া কাপে নিজেদের এগিয়ে রাখছেন জ্যোতি