অস্ট্রেলিয়াকে ২০১ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২২ অক্টোবর ২০২২
অস্ট্রেলিয়াকে ২০১ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েভলের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২০১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। ব্যাট হাতে নিউজিল্যান্ডের ওপেনার ব্যাটার ডেভন কনওয়ে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেছেন।

ম্যাচের শুরু থেকেই মারমুখী ছিলেন নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটার। শুরুর দ্বারা শেষ পর্যন্ত বজায় রেখে নিউজিল্যান্ডের ব্যাটাররা। অস্ট্রেলিয়া বোলারদের তুলোধোনা করার পথে মাত্র ৩টি উইকেট হারাতে হয়েছে তাদের। তবে ওপেনার ডেভন কনওয়েকে কিছুতেই থামানো যায়নি।

ইনিংসের ৫ম ওভারের প্রথম বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ফিন অ্যালেন। যাওয়ার আগে ১৬ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ফিন অ্যালেনের এ ইনিংসে ৫টি চারের সাথে ৩টি ছক্কার মার ছিল। ফিন চলে গেলে ডেভন কনওয়ের সঙ্গে ৫৬ রানের জুটি ভাঙে।

ফিন ফেরার পর রানের গতি অবশ্য কিছুটা কমে যায়। ফলে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬৫ রান। ফিন চলে যাওয়ার পর আরেকটি বড় জুটি গড়েন ডেভন কনওয়ে এবং অধিনায়ক কেন উইলিয়ামসন।

ফিন ফিফটি স্পর্শ করার পর ১৩তম ওভারের শেষ বলে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। তবে আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক। ২৩ বলে ২৩ রান করে ফিরেন উইলিয়ামসন।

এর ব্যাট হাতে উইকেটে গিয়ে সুবিধা করতে পারেননি গ্লেন ফিলিপস। জশ হ্যাজেলউডের বলে সোজা আকাশে বল তুলে দিলে সেখানেই তার সমাপ্তি হয়। ১০ বলে ১২ রান করে ফিরেন তিনি।

অন্যদিকে, ব্যাট হাতে ডেভন কনওয়ে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। তবে মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ৫৮ বলে ৭ চার এবং ২ ছক্কায় ৯২ রানে অপরাজিত ছিলেন কনওয়ে। আর শেষ বলে ছক্কা মেরে দলের ২০০ পূরণ করে দেওয়া জিমি নিশাম অপরাজিত ছিলেন ১৩ বলে ২৬ রানে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

সুপার টুয়েলভে বাংলাদেশ গ্রুপে জিম্বাবুয়ে

সুপার টুয়েলভে বাংলাদেশ গ্রুপে জিম্বাবুয়ে

বিশ্বকাপ জয়ে ‘অনেক কিছুু’ করতে হবে: রোহিত শর্মা

বিশ্বকাপ জয়ে ‘অনেক কিছুু’ করতে হবে: রোহিত শর্মা

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড

শ্রীলঙ্কা নয়, বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

শ্রীলঙ্কা নয়, বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস