ব্যাটিং ব্যর্থতা স্বপ্ন খোঁয়ালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৬ নভেম্বর ২০২২

দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় বাংলাদেশের সামনে সেমি-ফাইনালে খেলার দারুণ একটি সুযোগ এসেছিল। তবে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে হেরে সেমিতে খেলার স্বপ্ন খোঁয়ালো টাইগাররা।

রোববার (৬ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করে ওপেনার নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। ৪৮ বলে ৫৪ রান করেন শান্ত। বাংলাদেশকে স্বল্প পুঁজিতে আটকে রেখে জাবাবে ব্যাট করতে নেমে ১১ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান।

এ জয়ে গ্রুপ-২ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো পাকিস্তান। অন্যদিকে, হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ। এ হারে ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকেই বিদায় নিলো টাইগাররা।

সমান পাঁচ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে সেমির টিকিট নিশ্চিত করলো পাকিস্তান। একই গ্রুপ থেকে সেমির টিকিট পাওয়া অপর দল হলো ভারত। দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে সেমিতে খেলার সুযোগ হারায় দক্ষিণ আফ্রিকা, ৫ ম্যাচে ৫ পয়েন্ট প্রোটিয়াদের।

জিতলেই সেমিফাইনাল -এমন সমীকরণকে মাথায় নিয়ে তিনটি পরিবর্তন এনে পাকিস্তানের বিপক্ষে একাদশ সাজায় বাংলাদেশ। ইয়াসির আলি, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পান সৌম্য সরকার, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন। অ্যাডিলেড ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথম দুই ওভারে ১টি করে চার মারেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। পেসার শাহিন শাহ আফ্রিদিও করা তৃতীয় ওভারের দ্বিতীয় বলে পুল করে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন আরেক ওপেনার লিটন দাস। ওই ওভারের পঞ্চম বলে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে শান মাসুদকে ক্যাচ দেন ৮ বলে ১০ রান করা লিটন।

পরের ওভারের প্রথম বলে কভারে শাদাবকে ক্যাচ দিয়ে জীবন পান শান্ত। তবে ওভারে শান্তর চার ও তিন নম্বরে নামা সৌম্যর ছক্কায় ১৩ রান পায় বাংলাদেশ।
পাওয়ার-প্লেতে বাংলাদেশ পায় ১ উইকেটে ৪০ রান। অষ্টম ওভারে ৫০ ও ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭০ রান।

১১তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে বাংলাদেশকে জোড়া ধাক্কা দেন স্পিনার শাদাব খান। পরপর দুই বলে সৌম্য ও অধিনায়ক সাকিব আল হাসানকে শিকার করেন তিনি। ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপ করে পয়েন্টে মাসুদকে ক্যাচ দেন সৌম্য। ১টি করে চার-ছক্কায় ১৭ বলে ২০ রান করেন সৌম্য। দ্বিতীয় উইকেটে শান্তর সাথে ৪৭ বলে ৫২ রান যোগ করেন সৌম্য।

পঞ্চম বলে উইকেট ছেড়ে সামনে এসে খেলতে গিয়ে লেগ বিফোর আউট হন সাকিব। পাকিস্তানিদের আউটের আবেদনে বেশ দেরিতে আঙুল তুলেন নন-স্ট্রাইকের আম্পায়ার। উইকেট বাঁচাতে রিভিউ নেন সাকিব। থার্ড-আম্পায়ারে বিতর্কিত সিদ্ধান্তে বিদায় নিতে হয় সাকিবকে। কারণ, রিপ্লেতে ব্যাটে-বলের হালকা স্পর্শ দেখা যায়।

টিভি আম্পায়ার জানান, ব্যাট মাটিতে লাগায় শব্দ পাওয়া গেছে। এতে অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে। আউটের সিদ্ধান্ত স্কিনে দেখার পরও অন-ফিন্ড আম্পায়ারের সাথে কথা বলেন সাকিব। শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়ে ১ বল খেলে শূণ্যতে বিদায় নেন সাকিব। পরপর দুই বলে ২ উইকেট হারানোয় ১১ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৪।

১৩তম ওভারে ৪৬ বল খেলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। বাউন্ডারি দিয়ে ১৪তম ওভার শুরু করলেও দ্বিতীয় বলে উইকেট ছেড়ে মারতে গিয়ে ইফতেখারের বলে বোল্ড হস শান্ত। মৃত্যু ঘটে তারর ৭টি চারে ৪৮ বলে ৫৪ রানের ইনিংসের। ১৭তম ওভারে মোসাদ্দেক হোসেনকে ৫ ও নুরুল হাসানকে শূন্যতে সাজঘরে বিদায় দেন আফ্রিদি। ১৯তম ওভারের প্রথম বলে ১ রান তাসকিন আহমেদকেও শিকার করেন আফ্রিদি।

শেষ দিকে আফিফের দু’টি ও নাসুমের ১টি চারে ২০ ওভারে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। ৩টি চারে ২০ বলে অপরাজিত ২৪ রান করেন আফিফ। ৬ বলে ৭ রান করেন নাসুম। ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন আফ্রিদি। ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন শাদাব।

১২৭ রানের পুঁজি নিয়ে বাংলাদেশকে দারুণ শুরুর উপলক্ষ্য তৈরি করেছেন পেসার তাসকিন আহমেদ। ইনিংসের তৃতীয় বলে তাসকিনের অফ-স্টাম্পের বাইরের বলে রিজওয়ানের সহজ ক্যাচ মিস করেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

শুরুতেই জীবন পেয়ে অধিনায়ক বাবর আজমের সাথে ১০ ওভার পর্যন্ত কাটিয়ে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তুলে নেন রিজওয়ান। এ সময় বাংলাদেশ ফিল্ডারদের মিস ফিল্ড চোখে পড়ার মত ছিল। ১১তম ওভারে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন স্পিনার নাসুম। শর্ট থার্ডম্যানে মোস্তাফিজকে ক্যাচ দিয়ে বিদায় নেন ৩৩ বলে ২৫ রান করা বাবর।

পরের ওভারে রিজওয়ানকে বিদায় দেন ইবাদত। পয়েন্টে রিজওয়ানের ক্যাচ দেন শান্ত। ২টি চার ও ১টি ছক্কায় ৩২ বলে ৩২ রান করেন রিজওয়ান। ১২তম ওভারে নাওয়াজকে রান আউটের সহজ সুযোগ মিস করেন শান্ত। ১৫তম ওভারে পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন ঘটে। শর্ট কাভারে বল ঠেলে ১ রান নিতে গিয়ে রান আউট হন নাওয়াজ। সরাসরি থ্রোতে নন-স্ট্রাইকের স্টাম্প ভাঙেন লিটন। ১১ বলে ৪ রান করেন নাওয়াজ।

১৫ ওভার শেষে পাকিস্তানের রান ৩ উইকেটে ৯৪। শেষ ৩০ বলে ৩৪ রান দরকার পড়ে পাকদের। কিন্তু চতুর্থ উইকেটে ১৪ বলে ২৯ রান তুলে পাকিস্তানের জয় সহজ করে ফেলেন মাসুদ ও হারিস। ১৮তম ওভারের প্রথম বলে ২ রান নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন মাসুদ। ১৪ বলে ২৪ রানে অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশের নাসুম-সাকিব-মোস্তাফিজ-ইবাদত ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন পাকিস্তানের আফ্রিদি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

জাতীয় দল নিয়ে আরও পরীক্ষা চালাতে চান শ্রীরাম

জাতীয় দল নিয়ে আরও পরীক্ষা চালাতে চান শ্রীরাম

মাশরাফিকে টপকে গেলেন সাকিব

মাশরাফিকে টপকে গেলেন সাকিব

বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি প্রকাশ

বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি প্রকাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের সেরা টুর্নামেন্ট: শ্রীরাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের সেরা টুর্নামেন্ট: শ্রীরাম