টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই সুপার টুয়েলভ, সরাসরি খেলবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ এএম, ২৩ নভেম্বর ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই সুপার টুয়েলভ, সরাসরি খেলবে বাংলাদেশ

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ওই আসরে চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ২০টি দল অংশগ্রহণ করবে। তবে আসরে সুপার টুয়েলভ পর্ব থাকছে না।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রতি গ্রুপে পাঁচটি করে দল থাকবে। প্রতি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি দল সুপার এইট পর্বে খেলবে। অর্থাৎ ২০২১ বা ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো সুপার টুয়েলভ পর্ব থাকবে না।

সুপার এইটে ওঠা ৮টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপে চারটি করে দল খেলবে। প্রতিটি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সেমি-ফাইনালে খেলার সুযোগ পাবে। যথারীতি দুই সেমিতে জয় পাওয়া দু’টি দল ফাইনাল খেলবে।

২০ দলের বিশ্বকাপে ইতিমধ্যেই ১২টি দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ওই বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। আর এ মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সুপার টুয়েলভে সেরা আটে থাকার সুবাদে তারা সবাই সরাসরি বিশ্বকাপে অংশ নিবে।

আট দল হলো- বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স-আপ পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। এছাড়া আগামী বিশ্বকাপে বাংলাদেশ এবং আফগানিস্তানও সরাসরি খেলবে।

শীর্ষ আট দলের মধ্যে না থাকলেও আইসিসির নিয়মনুযায়ী ১৪ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশের মধ্যে ছিল বাংলাদেশ এবং আফগানিস্তান। ফলে প্রাথমিক পর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে খেলার ঝামেলা থেকে বেঁচে গেছে। এছাড়া আঞ্চলিক বাছাইপর্ব খেলে বাকি আট দেশকে বিশ্বকাপে জায়গা পেতে হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের

টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের

টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন ফ্রান্সের গুস্তাভ ম্যাকেওন

টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন ফ্রান্সের গুস্তাভ ম্যাকেওন

পাকিস্তানে সুযোগ কম থাকায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ক্রিকেটাররা: হাসান আলি

পাকিস্তানে সুযোগ কম থাকায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ক্রিকেটাররা: হাসান আলি

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান