পাকিস্তানে সুযোগ কম থাকায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ক্রিকেটাররা: হাসান আলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৬ এপ্রিল ২০২২
পাকিস্তানে সুযোগ কম থাকায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ক্রিকেটাররা: হাসান আলি

বেশ কিছুদিন আগে পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে পাড়ি জমিয়েছেন সাবেক ক্রিকেটার সামি আসলাম। এরপর থেকেই গুঞ্জন আরও অনেক ক্রিকেটার পাকিস্তান ক্রিকেটার ছাড়বেন। আর পিছনে মূল কারণ হিসেবে, দেশের ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত সুযোগ না থাকাকে দায়ী করেছেন পাকিস্তানি পেসার হাসান আলি।

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রিকেটের উন্নয়নে নিয়েছেন বিভিন্ন পরিকল্পনা। অবকাঠামো উন্নয়নেও নিয়েছেন বিভিন্ন উদ্যোগ। তবুও দেশে ক্রিকেটারদের জন্য সুযোগ কম বলে মনে করেন হাসান আলি।

তিনি বলেন, “আমাদের এখানে অনেক ক্রিকেটার খেলা ছেড়ে দিয়েছে বা ক্রিকেটকে অন্য কাজের পাশাপাশি নিয়েছে। এমনকি কিছু খেলোয়াড় ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্রেও গেছে, যা আপনাকে স্পষ্টভাবে বলে দেয় যে, পাকিস্তানে ক্রিকেট খেলার সুযোগ কম।”

ক্রিকেটারদের দেশের বাইরে চলে যাওয়া ঠেকাতে ঘরোয়া লিগে দল সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই পেসার। ঘরোয়া ক্রিকেটে দল সংখ্যা বাড়লে ক্রিকেটারদের বিদেশে যাওয়া ঠেকানো সম্ভব বলে মনে করেন তিনি।

হাসান আলি বলেন, “আমি মনে করি, বর্তমান পরিস্থিতি কাটিয়ে ওঠতে কিছু মৌলিক পরিবর্তন দরকার। উদাহরণস্বরূপ, ছয়টি আঞ্চলিক দলকে ১০ বা তার বেশি করা যেতে পারে এবং বিভাগগুলিকে আবার তাদের দল গঠন করতে বলা যেতে পারে। এর ফলে আরও অনেক বেশি ক্রিকেটার খেলার সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, “যখন এটি (দল সংখ্যা বাড়ানো) করা হবে, তখন পাকিস্তান ক্রিকেট আরও বেশি প্রতিভা খোঁজে পাবে, যা আমাদের ক্রিকেটকে উপকৃত করবে।”

তবে হাসান আলির পরামর্শ দেওয়ার আগেই পাকিস্তান ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন শুরু করে দিয়েছে পিসিবি। ইতিমধ্যেই ড্রপ ইন পিচ বসানোর মতো সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান।

এছাড়াও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো যুবাদের জন্যও ফ্রাঞ্চাইজি লিগের প্রচলন করতে যাচ্ছে দেশটি। এরপরেও ক্রিকেটারদের জন্য সুযোগকে পর্যাপ্ত মনে করেন না হাসান আলি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

হরভজনের চোখে বাবর আজম ‘ভবিষ্যৎ কিংবদন্তি’

হরভজনের চোখে বাবর আজম ‘ভবিষ্যৎ কিংবদন্তি’

যুবাদের লিগ নিয়ে পিসিবি ও পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মতবিরোধ

যুবাদের লিগ নিয়ে পিসিবি ও পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মতবিরোধ

কোহলি নয়, বাবরের খেলা শচীনের মতো: আসিফ

কোহলি নয়, বাবরের খেলা শচীনের মতো: আসিফ

অ্যান্ডারসনের হাততালি পেয়ে ‘আপ্লুত’ ছয় উইকেট নেওয়া হাসান আলী

অ্যান্ডারসনের হাততালি পেয়ে ‘আপ্লুত’ ছয় উইকেট নেওয়া হাসান আলী