পিএসএলকে দ্বিতীয় সেরা লিগ দাবি নাজাম শেঠির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২১ জানুয়ারি ২০২৩
পিএসএলকে দ্বিতীয় সেরা লিগ দাবি নাজাম শেঠির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) শীর্ষে ধরেই অন্যরা নিজেদের পরিমাপ করে থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অনেক সময় বিপিএলকে দ্বিতীয়সেরা লিগ হিসাবে দাবি করেছে। যদিও দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবার জানিয়েছেন, বিপিএলের মান যাচ্ছে-তাই। তালিকা করলে ৭-৮ এ থাকতে পারে।

তবে আইপিএলের পর দ্বিতীয়সেরা লিগ দাবি করছে পিএসএল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি এমনটাই জানালেন। এর আগেও পাকিস্তান ক্রিকেট–সংশ্লিষ্ট অনেকেই এই দাবি করেছেন।

বিপিএল, সিপিএল-বিগ ব্যাশের বাইরে এখন অনেকগুলো লিগ হচ্ছে। তবে নাজাম শেঠির কাছে অন্য লিগগুলো পিএসএলের চেয়ে নিচে। তিনি বলেন, “অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত তাদের লিগ আমাদের আগে শুরু করেছে। কারণ পিএসএলের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না এটা তারা জানতো। এতেই বোঝা যাচ্ছে, আমাদের পিএসএল এগিয়ে যাচ্ছে।"

পিএসএলের পরবর্তি আসর শুরু হবে ১৩ ফেব্রুয়ারী থেকে। এবার চারটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। যে লিগে অর্থ বেশি সেখানেই ক্রিকেটাররা ভিড় জমায়।পিএসএলও জনপ্রিয় করতে চান শেঠি।

তিনি বলেন, “পিএসএলকে আমরা আগের চেয়ে বড় করতে চাই। একই সঙ্গে শক্তিশালীও করার ইচ্ছা। এটা বিশ্বের প্রথমসারির ক্রিকেটারেদের এক নম্বর পছন্দের তালিকায় আনতে চাই।"

পিএসএলের মোট ছয়টি দল খেলে থাকে। পিএসলের আগামী মৌসুম শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। এবারের আসর মুলতান সুলতান ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে শুরু হবে ।


স্পোর্টসমেইল২৪/জেএম

 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে বিজয়ের ‘সেঞ্চুরি’

বিপিএলে বিজয়ের ‘সেঞ্চুরি’

কেন্দ্রীয় চুক্তির তিন ফরম্যাটে চারজন, মাহমুদউল্লাহ শুধু ওয়ানডেতে

কেন্দ্রীয় চুক্তির তিন ফরম্যাটে চারজন, মাহমুদউল্লাহ শুধু ওয়ানডেতে

মানকাড আউটে ‘স্বচ্ছতা’ আনলো এমসিসি

মানকাড আউটে ‘স্বচ্ছতা’ আনলো এমসিসি

৭ হাজার রানের ক্লাবে তামিম ইকবাল

৭ হাজার রানের ক্লাবে তামিম ইকবাল