ইংলিশদের হোয়াইটওয়াশে মাঠকর্মীরা পেল দুই লাখ টাকা পুরস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৪ মার্চ ২০২৩
ইংলিশদের হোয়াইটওয়াশে মাঠকর্মীরা পেল দুই লাখ টাকা পুরস্কার

টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো ইংলিশদের পেয়েই হোয়াইটওয়াশ করে ছাড়লো বাংলাদেশ। ঘরের মাঠে টাইগারদের এমন সাফল্যে আনন্দে ভাসছে পুরো দেশ। তবে রোদ বা বৃষ্টিতে ভিজে যারা সাকিব-তামিমদের খেলার জন্য মাঠ তৈরি করে তাদের খোঁজ রাখেন খুব কমজনই। ইংলিশদের হোয়াইটওয়াশ করার পর এবার তাদেরকে করা হলো পুরস্কৃত।

ইংল্যান্ড ক্রিকেট দলকে টি-টোয়েন্টি ফরম্যাটে হোয়াইটওয়াশ করার পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠকর্মীদের দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। ম্যাচ শেষে স্টেডিয়ামেই নগদ টাকা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শেখ সোহেল এবং ডা. আই এইচ মল্লিক এক লাখ টাকা করে এ পুরস্কারে দিয়েছেন। মাঠে সিনিয়র গ্র্যাউন্ডম্যানের হাতে ৫শ টাকা নোটের ২টি বান্ডিল তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মাঠকর্মীদের সাথে বিজয় উদযাপন করেন শেখ সোহেল। এ সময় তিনি বলেন, “এরাই (মাঠকর্মী) পুরস্কারের প্রাপ্য। এই মাঠকর্মীদের পরিশ্রমের সুফল এই হোয়াইটওয়াশ।”

২০১৬ সালে ইংল্যান্ডকে টেস্টে হারিয়ে দেওয়ায় বিসিবি এবং টেস্ট অধিনায়ক মুশফিকুর রহমান মাঠকর্মীদের বিশেষ বোনাস দিয়েছেন। এবার ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ‘বাংলাওয়াশ’ করায় বিসিবির দুই পরিচালক মাঠকর্মীদের পুরস্কৃত করলেন।

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের এটাই প্রথম টি-টোয়েন্টি সিরিজ। প্রথমবারের মতো খেলতে নেমেই বাজিমাত করলো টাইগাররা। এর আগে মাত্র একবার একটি টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের অপরাজিত ‘৪০০’

সাকিবের অপরাজিত ‘৪০০’

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের সেঞ্চুরি

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের সেঞ্চুরি

ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

অন্যদের পরীক্ষা করতেই ‘বিশ্রামে’ মাহমুদউল্লাহ : হাবিবুল বাশার

অন্যদের পরীক্ষা করতেই ‘বিশ্রামে’ মাহমুদউল্লাহ : হাবিবুল বাশার