টি-টোয়েন্টিতে মোস্তাফিজের সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১৪ মার্চ ২০২৩
টি-টোয়েন্টিতে মোস্তাফিজের সেঞ্চুরি

সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ও বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১শ উইকেটের মালিক হলেন পেসার মোস্তাফিজুর রহমান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন ফিজ।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ৭৮ ম্যাচে ৯৭ উইকেট ছিল মোস্তাফিজের। তিন ম্যাচে ১টি করে ৩ উইকেট নিয়ে ১শ শিকার পূর্ণ করেন ফিজ।

এ জন্য ৮১ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ২০১৫ সালের এপ্রিলে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় এই বাঁ-হাতি পেসারের।

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট নিয়েছিলেন এ ফরম্যাটে টাইগার অধিনায়ক সাকিব। ১১২ ম্যাচে ১৩১ উইকেট আছে সাকিবের।

সাকিব-মোস্তাফিজ ছাড়াও টি-টোয়েন্টিতে ১শ উইকেট আছে নিউজিল্যান্ডের টিম সাউদি (১৩৪) ও ইশ সোধি (১১৪), আফগানিস্তানের রশিদ খান (১২৬) এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার (১০৭)।

মোস্তাফিজের শততম উইকেটের ম্যাচে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দলকে টি-টোয়েন্টি ফরম্যাটে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের স্বাদ পেয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় টাইগাররা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

বিশ্ব ক্রিকেটে শক্তিমত্তার পরিচয় দিল বাংলাদেশ : ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্ব ক্রিকেটে শক্তিমত্তার পরিচয় দিল বাংলাদেশ : ক্রীড়া প্রতিমন্ত্রী

অন্যদের পরীক্ষা করতেই ‘বিশ্রামে’ মাহমুদউল্লাহ : হাবিবুল বাশার

অন্যদের পরীক্ষা করতেই ‘বিশ্রামে’ মাহমুদউল্লাহ : হাবিবুল বাশার

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড : মাশরাফি

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড : মাশরাফি