বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৫ এএম, ৩১ জুলাই ২০১৮
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই গেইল

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশে এখন অপেক্ষায় টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। ওয়ানডে সিরিজ জয়ে ধারাবাহিকতা টি-টোয়েন্টিতে রাখতে চান টাইগাররা। তবে বাংলাদেশের জন্য ‘সুখবর’ হলো ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত টি-টোয়েন্টি দলে নেই ব্যাটিং দানব ক্রিস গেইল। ফলে সোমবার সকাল (বাংলাদেশ সময় সকাল ৬টা) থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের গেইলকে পাচ্ছে না বাংলাদেশ।

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন গেইল। তিন ম্যাচ মিলিয়ে করেছেন ১৪২ রান, যার মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের ৬৬ বলে ৭৩ রান করেন। ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ ১৮ রানে হেরে সিরিজ খুয়ালেও গেইলের ব্যাটেই এক সময় স্বপ্ন দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ৩৮ বছর বয়সী এ ব্যাটসম্যানকে বিশ্রাম দেয়া হয়েছে।

ফর্মে থাকা এ ওপেনারের বিশ্রামে সুযোগ মিলছে চাঁদউইক ওয়ালটনের। গত মে মাসে লর্ডসে বিশ্ব একাদশের বিপক্ষে ম্যাচে বাদ পড়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান, যে ম্যাচটি ৭২ রানের বড় ব্যবধানে জিতে ক্যারিবীয়রা। ওয়ালটন দলে ফেরায় এখন ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে উইকেটরক্ষক দুইজন, আরেকজন দিনেশ রামদিন।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পাওয়া শেলডন কোট্রেলও ফিরেছেন টি-টোয়েন্টি দলে। ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টিতে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। থাকছেন চোটের কারণে সিরিজের শেষ ম্যাচ খেলতে না পারা আন্দ্রে রাসেলও।

ওয়েস্ট ইন্ডিজ দল
কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেলডন কোট্রেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চাঁদউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস।


শেয়ার করুন :


আরও পড়ুন

উত্তেজনা ছড়ানো ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়

উত্তেজনা ছড়ানো ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়

টি-টোয়েন্টিতেও সাফল্য চান মাশরাফি

টি-টোয়েন্টিতেও সাফল্য চান মাশরাফি

সাকিব-তামিমে বিশ্ব রেকর্ড

সাকিব-তামিমে বিশ্ব রেকর্ড

বুম বুম আফ্রিদিকে স্পর্শ করলেন ব্যাটিং দানব গেইল

বুম বুম আফ্রিদিকে স্পর্শ করলেন ব্যাটিং দানব গেইল