দেশীয় খেলোয়াড় নিয়ে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২০ পিএম, ০৪ আগস্ট ২০১৮
দেশীয় খেলোয়াড় নিয়ে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি লিগ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে নিজেদের দেশে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে এ টুর্নামেন্টে কোন বিদেশি খেলোয়াড়রা অংশ নিতে পারবেন না। শুধুমাত্র নিজেদের আন্তর্জাতিক ও ঘরোয়া খেলোয়াড়দের নিয়েই এ আয়োজরন করছে এসএলসি।

এসএলসির এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমাদের এ টুর্নামেন্টে কোনো বিদেশি খেলোয়াড় থাকবে না। শুধুমাত্র শ্রীলঙ্কার আন্তর্জাতিক ও ঘরোয়া খেলোয়াড়রা এ লিগে অংশ নিতে পারবে। এই লিগ শ্রীলঙ্কার উদীয়মান তরুণ ক্রিকেটারদের দ্বীপের সেরা খেলোয়াড় হতে সহায়তা করবে। যাতে দ্বীপ রাষ্ট্রটির ক্রিকেটে উন্নতি হয়।’

২০১২ সালে লঙ্কা প্রিমিয়ার লিগ নামে একটি টি-টোয়েন্টি লিগ চালু করেছিল এসএলসি। তবে আর্থিক সঙ্কটের কারণে সে টুর্নামেন্ট শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এবার আইপিএলের মত আবারও ঐ লিগকে পুনরুজ্জীবিত করার কথা ভাবছিল এসএলসি।

বিশ্বের সকল খেলোয়াড়কে নিয়ে ঐ লিগ শুরুর চিন্তা ছিল শ্রীলঙ্কার। এখন ঐ চিন্তা থেকে সড়ে এসেছে লঙ্কানরা। বিদেশি খেলোয়াড়দের বাদ দিয়ে দেশীদের নিয়েই টুর্নামেন্ট আয়োজন করবে এসএলসি।

চলতি মাসেই নতুনভাবে টুর্নামেন্ট শুরু করার ইচ্ছা ছিল এসএলসির। কিন্তু গত মাসে এ সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। শ্রীলঙ্কা ক্রিকেটে নির্বাচনের পর নতুন বোর্ডের অধীনে এ টুর্নামেন্ট শুরু করার ঘোষণা দেয়া হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

হাথুরুকে নিষিদ্ধ করলো আইসিসি

হাথুরুকে নিষিদ্ধ করলো আইসিসি

সিপিএলে খেলবেন যে ১১ পাকিস্তানি ক্রিকেটার

সিপিএলে খেলবেন যে ১১ পাকিস্তানি ক্রিকেটার

তিন ভেন্যুতে বিপিএল শুরু ৫ জানুয়ারি

তিন ভেন্যুতে বিপিএল শুরু ৫ জানুয়ারি

বেতন বাড়লো শ্রীলঙ্কান ক্রিকেটারদের

বেতন বাড়লো শ্রীলঙ্কান ক্রিকেটারদের