সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৫
সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশ

সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে সাইফ ৬১ এবং হৃদয় ৫৮ রান করেন।

শ্রীলঙ্কাকে হারানোর এ ম্যাচ শেষ ওভারে ঘটেছে বেশ নাটকীয় ঘটনা। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৫ রান। প্রথম বলে জাকের আলী চার মেরে স্কোর লেভেল করলেও পরের বলে সাজঘরে ফিরেন তিনি।

জাকের আলী আউট হওয়ায় শেষ ৪ বলে বাংলাদেশের প্রয়োজন হয় ১ রান। তবে দাসুন শানাকার করা তৃতীয় বলে রান নিতে না পারা মাহেদী হাসান পরের বলে আউট হন। ফলে শেষ দুই বলে লক্ষ্য দাঁড়ায় ১ রান।

তবে পঞ্চম বলে ভুল করেননি নাসুম আহমেদ। নিজের প্রথম বলেই এক রান নিয়ে দলকে জয় উপহার দেন তিনি। অপরপ্রান্তে ১২ বলে ১৪ রান করা শামীম শেষ ওভারে ব্যাটিং করার সুযোগই পাননি।

বাংলাদেশের এ জয়ে ম্যাচসেরা হয়েছেন সাইফ হাসান। ব্যাট হাতে ৪৫ বলে ২টি ও ৪ ছক্কা ৬১ রান করেছেন এ ওপেনার। এছাড়া ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ ধরেছেন তিনি।

সাইফ ছাড়া অধিনায়ক লিটন দাস ২৩, তাওহিত হৃদয় ৫৮ রান করেছেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দাসুন সানাকার অপারাজিত ৬৪ রানে ৭ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ গড়েছিল শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি ক্রিকেটে বড় লক্ষ্য তাড়া করে বাংলাদেশের এটি তৃতীয় জয়। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয় পেয়েছিল বাংলাদেশ।



শেয়ার করুন :