বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২০ পিএম, ০২ অক্টোবর ২০১৮
বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আগের দিনের বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় একটি বলও মাঠে গড়ায়নি। ফলে টস করার আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন অনফিল্ড আম্পায়াররা।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবার কথা ছিল। মাঠে প্রবেশ করে আউটফিল্ডের অবস্থা খারাপ দেখে ম্যাচটি পরিত্যক্ত করা হয়।

আগামীকাল বুধবার একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি সিরিজের অন্য দুই ম্যাচ মাঠে গড়াবে ৫ ও ৬ অক্টোবর। ৮ অক্টোবর একমাত্র ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শেষ পাকিস্তান নারী দলের বাংলাদেশ সফর।

বাংলাদেশ দল
রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামিমা সুলতানা, জাহানারা আলম, নাহিদা আকতার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সুরায়া আজমিন, শারমিন আক্তার সুতপা, লতা মন্ডল এবং মুর্শিদা খাতুন।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারীদের দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারীদের দল ঘোষণা

আফগান লিগে তামিম-মুশফিক কবে কখন খেলবেন

আফগান লিগে তামিম-মুশফিক কবে কখন খেলবেন

এশিয়া কাপের পারফরমেন্সে বিশ্বকাপের খেলতে পারেন যারা

এশিয়া কাপের পারফরমেন্সে বিশ্বকাপের খেলতে পারেন যারা

শেবাগ-আফ্রিদি কে কাকে ভয় পেতেন, জানেন কী?

শেবাগ-আফ্রিদি কে কাকে ভয় পেতেন, জানেন কী?