জরিমানার কবলে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮
জরিমানার কবলে সাকিব

ফাইল ছবি

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০তে অসদাচরণের কারণে শাস্তির কবলে পড়লেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশ ইনিংসে আম্পায়ারের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন সাকিব। একটি বলে ওয়াইড না দেয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

তখন স্ট্রাইকে ছিলেন সাকিব। এরপর আম্পায়ারের সাথে এ বিষয়ে দীর্ঘক্ষণ কথাও বলেন সাকিব। এটি নজর এড়ায়নি ম্যাচ রেফারির। তাই ম্যাচ শেষে সাকিবকে জরিমানা করেন ম্যাচ রেফারি। অবশ্য নিজের অপরাধ ও শাস্তি মেনে নিয়েছেন সাকিব। তাই আর কোন শুনানির প্রয়োজন হয়নি।

বর্তমান দু’ডিমেরিট পয়েন্ট রয়েছে সাকিবের। এর আগে গত মার্চে শ্রীলংকার বিপক্ষে টি-২০ ম্যাচে আইসিসির নিয়ম ভঙ্গ করায় একটি ডিমেরিট পেয়েছিলেন তিনি।
২০১৬ সালের সেপ্টেম্বরে এই পদ্ধতি চালু হবার পর এই নিয়ে দ্বিতীয়বারের মত ডিমেরিট পেলেন সাকিব।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ সিরিজ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন সৌম্য

শেষ সিরিজ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন সৌম্য

সবার ব্যর্থতার উত্তর দিতে চান না সাকিব

সবার ব্যর্থতার উত্তর দিতে চান না সাকিব

আইপিএলের নিলামে চমক দেওয়া কে এই বরুণ?

আইপিএলের নিলামে চমক দেওয়া কে এই বরুণ?

আইপিএলে অবিক্রিত থেকে গেলেন মুশফিক

আইপিএলে অবিক্রিত থেকে গেলেন মুশফিক