টাইগারদের ‍দুর্দান্ত বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮
টাইগারদের ‍দুর্দান্ত বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় টি-২০তে বাংলাদেশের দেওয়া ২১২ রানের লক্ষ্যে নেমে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শত রানে আগেই ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বপূর্ণ পাঁচ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা।

 শুরুতেই বিপজ্জনক এভিন লুইসকে ডানা মেলতে দিলেন না আবু হায়দার। উড়িয়ে মেরে আউট হলেন লুইস। লেগ স্টাম্পে ফুল লেংথ বল করেছিলেন আবু হায়দার, বলটি ছিল শট খেলার মতোই। কিন্তু বেশি জোরে মারতে গিয়েই হয়তো যতটা আকাশে তুললেন লুইস, ততটা দূরত্ব পেরোলো না বল। মিড উইকেট সীমানায় ক্যাচ নিলেন লিটন। ৬ বলে ১ রান করে ফিরলেন লুইস। 

এরপর জুটি ভাঙেতে আক্রমণে আসেন বাংলাদেশ অধিনায়ক নিজেই। তার দ্বিতীয় বলে সুইপ করে বল গ্যালারিতে পাঠান নিকোলাস পুরান। পরের বলেই খেলেছিলেন সুইপ। এবার ব্যাটের ওপরের দিকে লেগে বল ওঠে শর্ট ফাইন লেগে। ক্যাচ নেন তামিম। ৬ বলে ১৪ রান করে ফিরলেন পুরান। পুরানের পর শেই হোপকে থামালো মিরাজ। ১৯ বলে ৩৬ রানে ফিরেন হোপ।

হোপরে পর পাওয়েল ও শেমরন হেটমায়ার ঝুঁটি গড়েন। কিন্তু সাকিবের বলে ক্যাচ তুলে আউট হন শেমরন হেটমায়ার। তিনি ফিরেন ১৯ রানে। একই অভাবে ফের আঘাত হানে সাকিব। এবার ব্রেভোকে ফিরান মাত্র ২ রানে।

এর আগে টসে হেরে ২০ ওভারে ৪ উইকেটে টাইগাররা ২১১ রান করে। ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস। অন্যপ্রান্তে থাকা দেশসেরা ওপেনার তামিম ইকবাল আগের ম্যাচের মতোই জীবন পেয়ে কাজে লাগাতে পারেননি। বাঁহাতি স্পিনার ফ্যাবিয়ান অ্যালেন বলটি তামিম উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন কটরেলের হাতে। ভাঙে ৪২ রানের ওপেনিং জুটি। বিধ্বংসী লিটন দাসের সঙ্গী হন সৌম্য সরকার। টাইগারদের রানের গতি যেন আরও বেড়ে যায়।

পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ তুলেছে ৬১ রান। লিটনের অবদান ১৯ বলে ৪১। ২৬ বলে ৫টি চার এবং ৪টি ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। এই উইন্ডিজের বিপক্ষেই সর্বশেষ সিরিজে ২৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন লিটন। আজ অপর প্রান্তে জ্বলে ওঠেন সৌম্য সরকারও। উইকেটের চারদিকে দেখা যায় দৃষ্টিনন্দন সব শট। ১০.১ ওভারেই টাইগারদের স্কোর ১০০ ছাড়িয়ে যায়।

দারুণ জমে গিয়েছিল দ্বিতীয় উইকেটে সৌম্য-লিটনের জুটি। দলকে এগিয়ে নিতে যা যা করা দরকার সেটাই করছিলেন এই দুজন। মাত্র ৭ ওভারে এসে যায় ৬৮ রান। যাতে সৌম্য সরকারের অবদান ২২ বলে ৩ চার ১ ছক্কায় ৩২। সম্ভাবনাময় ইনিংসটি শেষ হয় কটরেলের বলে পুল করতে গিয়ে ব্র্যাথওয়েটের হাতে ধরা পড়ে। প্রথমে লাফিয়ে উঠে বলটি এক হাতে থামিয়ে দ্বিতীয় দফায় তালুবন্দি করতে সফল হন ৬ ফুট ৩৩ ইঞ্চি উচ্চতার উইন্ডিজ অধিনায়ক। ১১০ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

সৌম্যর বিদায়ের পর লিটনও টিকতে পারেননি। শিকারী সেই কটরেল। একই ওভারে বোল্ড হয়ে শেষ হয় ৩৫ বলে ৬ বাউন্ডারি এবং ৪ ওভার বাউন্ডারিতে গড়া লিটনের ৬০ রানের অসাধারণ ইনিংস। এই দুই ব্যাটসম্যান যখন বিদায় নেন, বাংলাদেশ তখন ১২ ওভারে ৩ উইকেটে ১১৩ রান তুলে ভালো অবস্থানে। থমাসের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন ১ রান করা মুশফিক। অধিনায়ক সাকিবের সঙ্গে হাত খুলে খেলতে শুরু করেন মাহমুদউল্লাহ।

লিটন-সৌম্য যে ভিত্তি গড়ে দিয়ে গিয়েছিলেন, তার ওপর দাঁড়িয়ে তাণ্ডব শুরু করেন সাকিব-রিয়াদ। দুজনের জুটি ছাড়িয়ে যায় পঞ্চাশ। শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে আসে ৯১ রান। সাকিব খেলেন ২৬ বলে ৫ চার ১ ছক্কায় অপরাজিত ৪২* রানের বিধ্বংসী ইনিংস। আর মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ২১ বলে ৭ বাউন্ডারিতে ৪৩ রানে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রান তোলে টিম টাইগার।


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজকে ২১২ রানের বিশাল লক্ষ্য দিল টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজকে ২১২ রানের বিশাল লক্ষ্য দিল টাইগাররা

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুর্দান্ত শুরুর পর সাজঘরে ফিরলেন তামিম

দুর্দান্ত শুরুর পর সাজঘরে ফিরলেন তামিম

ঝড়ো ব্যাটিংয়ে ‍লিটনের অর্ধশত

ঝড়ো ব্যাটিংয়ে ‍লিটনের অর্ধশত