জয়সুরিয়াকে ছুঁয়ে ফেললেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮
জয়সুরিয়াকে ছুঁয়ে ফেললেন সাকিব

ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পরিসংখ্যানে শ্রীলংকান কিংবদন্তী সনত জয়সুরিয়াকে ছুঁয়ে ফেললেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচ টি-২০ সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।

এর আগে একই দলের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজেও সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এর মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৩টি সিরিজ সেরা নির্বাচিত হওয়া শ্রীলংকার সাবেক অধিনায়ক জয়সুরিয়ার রেকর্ড স্পর্শ করলেন সাকিব। সব মলিয়ে ক্যারিয়ারে এ পর্যন্ত ১৩টি সিরিজে সেরা নির্বাচিত হওয়া সাকিব ও জয়সুরিয়া আছেন যৌথভাবে তালিকার শীর্ষে।

ক্যারিয়ারে মোট ৫৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩টি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়সুরিয়া। পক্ষান্তরে সাকিব এ কৃতিত্ব দেখিয়েছে মাত্র ৩২২ (৫৫ টেস্ট, ১৯৫ ওয়ানডে এবং ৭২ টি-২০) ম্যাচ খেলে।
সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার তালিকায় সবার উপরে আছেন ভারতের শচিন টেন্ডুলকার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ২০বার সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

যৌথভাবে এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন যথাক্রমে ভারতের বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস।

আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া শীর্ষ পাঁচ খেলোয়াড় :
১. শচিন টেন্ডুলকার-২০ ( টেস্টে ৫ বার, ওয়ানডেতে ১৫ বার)
২. বিরাট কোহলি-১৫ (টেস্টে ৩ বার, ওয়ানডেতে ৭ বার, টি-২০তে ৫ বার)
৩. জক ক্যালিস-১৫ (টেস্টে ৯ বার, ওয়ানডেতে ৬ বার)
৪. সনত জয়সুরিয়া-১৩ (টেস্টে ২ বার, ওয়ানডেতে ১১ বার)
৫. সাকিব আল হাসান-১৩ ( টেস্টে ৫ বার, ওয়ানডেতে ৫ বার, টি-২০তে ৩ বার)


শেয়ার করুন :


আরও পড়ুন

‘আবেগ প্রভাব ফেলেছে’

‘আবেগ প্রভাব ফেলেছে’

ভুল সিদ্ধান্ত নিয়ে যা বললেন ব্র্যাথওয়েট

ভুল সিদ্ধান্ত নিয়ে যা বললেন ব্র্যাথওয়েট

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৯১

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৯১

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারলো বাংলাদেশ