সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৮ জুন ২০১৯
সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বগতিক বাংলাদেশ ছাড়া অপর দুই দল হলো- আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

এ সিরিজ উপলক্ষে ইতোমধ্যে নিজেদের ম্যাচের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ১৪ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে।

ডাবল লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপেক্ষ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানরা। এরপর ১৮ সেপ্টেম্বর টাইগারদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ক্রিকেট দল।

সিরিজের চতুর্থ ম্যাচে দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

এদিকে আফগানিস্তানের পক্ষ থেকে সিরিজের নিজেদের ম্যাচের সূচি ঘোষণা করা হলেও বিসিবির পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। এমনকি বাংলাদেশের কোন ভেন্যু এ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সে বিষয়েও কিছু জানা যায়নি।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিপক্ষে জয়ের ফর্মুলা বাতালেন সৌম্য

ভারতের বিপক্ষে জয়ের ফর্মুলা বাতালেন সৌম্য

অবশেষে ইংল্যান্ডের ভিসা পেলেন টাইগার মিলন

অবশেষে ইংল্যান্ডের ভিসা পেলেন টাইগার মিলন

ভারতের বিপক্ষে চাপ নিতে চান না মিরাজ

ভারতের বিপক্ষে চাপ নিতে চান না মিরাজ

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনো চূড়ান্ত নয়

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনো চূড়ান্ত নয়