খেলা শুরুর আগেই দুঃসংবাদ উইন্ডিজ শিবিরে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৩ আগস্ট ২০১৯
খেলা শুরুর আগেই দুঃসংবাদ উইন্ডিজ শিবিরে

আজ থেকে শুরু হতে যাওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

বিশ্বকাপের মধ্যে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন রাসেল। ১৭ জুন টনটনে বাংলাদেশের বিপক্ষেই বিশ্বকাপে শেষ ম্যাচ খেলেছেন তিনি। এরপর অস্ত্রোপচারও করানো হয় তার হাঁটুতে। এরপর সুস্থ হয়ে গেল মাসের শেষের দিকে গ্লোবাল টি-২০তে মাঠে ফেরেন রাসেল। সেখানে দু’টি ম্যাচ খেলার পর হাঁটুতে সমস্যা অনুভব করেন, তাই ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত প্রথম দুই টি-২০র দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭ টি-২০তে ৪৬৫ রান ও ২৫ উইকেট শিকার করা রাসেলের বদলি হিসেবে ডাক পেয়েছেন জেসন মোহাম্মদ। ২০১৮ সালের জুলাইয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। সেটি ছিল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে।

মোহাম্মদের বিষয়ে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত কোচ ফ্লয়েড রেইফার বলেন, ‘সর্বশেষ মৌসুমে সে দারুল পারফরমেন্স করেছে। এছাড়া বিভিন্ন টি-২০ আসরেও ভালো করেছে। তবে রাসেলের মতো একজন বিধ্বংসী খেলোয়াড়ের অভাব পূরণ করা সহজ না। তারপরও আশা করবো সে ভালো পারফরমেন্স করতে পারবে।’

 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে যুক্ত হবে আরও দুই দল

বিপিএলে যুক্ত হবে আরও দুই দল

বিসিবির সকল পরিকল্পনায় টি-২০ বিশ্বকাপ

বিসিবির সকল পরিকল্পনায় টি-২০ বিশ্বকাপ

নতুন ফরম্যাটে বিবিএল

নতুন ফরম্যাটে বিবিএল

ভারতের বিপক্ষে টি-২০ দলে নারিন-পোলার্ড, বাদ গেইল

ভারতের বিপক্ষে টি-২০ দলে নারিন-পোলার্ড, বাদ গেইল