বাংলাদেশকে ১৭৫ রানের লক্ষ্য দিল ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১০ নভেম্বর ২০১৯
বাংলাদেশকে ১৭৫ রানের লক্ষ্য দিল ভারত

সিরিজ নির্ধারণ ম্যাচে ২০ ওভার ব্যাট করে বাংলাদেশকে ১৭৫ রানের লক্ষ্য দিল ভারত। এর আগে টস জিতে প্রখমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ ১-১ জয়ে সমতায় রয়েছে স্বাগতিক ভারত ও সফররত বাংলাদেশ। ফলে এ ম্যাচে যারা জয়লাভ করবে তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি।

টস জিতে বোলিং নিয়ে শুরুতেই ভারতকে ধাক্কা দেয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের। সেই কাজটি সাড়েন বাংলাদেশের পেসার শফিউল ইসলাম। ইনিংসের নবম বলে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন শফিউল। আগের ম্যাচে ৪৩ বলে ৮৫ রান রোহিত এবার ফেরেন মাত্র ২ রানে।

অধিনায়ককে হারানোর ধাক্কাটা সামলে ওঠার চেষ্টা করেন আরেক ওপেনার শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। দ্রুত রান তুলে বাংলাদেশের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন তারা। তবে পাওয়া প্লে’র শেষ ওভারে শফিউলের হাত ধরে দ্বিতীয় সাফল্য পায় বাংলাদেশ। ১৬ বলে চার বাউন্ডারি মেরে ১৯ রান করা ধাওয়ানকে থামিয়ে দেন শফিউল।

৩৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ভারত। তৃতীয় উইকেটে সর্তকতার সাথে সর্তকতার সাথে থেকে বড় জুটি গড়ার চেষ্টা করেন রাহুল ও শ্রেয়াস আইয়ার। মারমুখী মেজাজে রানের চাকা ঘুড়িয়েছেন রাহুল। ৩৩তম বলেই টি-২০ ক্যারিয়ারে ষষ্ঠ হাফ-সেঞ্চুরির দেখা পান রাহুল। হাফ-সেঞ্চুরির পর ভুল শট খেলে নিজের ইনিংসের সমাপ্তি টানেন রাহুল। বাংলাদেশের পেসার আল-আমিনের শিকার হওয়ার আগে ৭টি চারে ৩৫ বলে ৫২ রান করেন তিনি। আইয়ারের সাথে ৪১ বলে ৫৯ রান যোগ করেন রাহুল।

রাহুলের ফিরে যাওয়ার পর রানের জন্য মারমুখী হয়ে ওঠেন আইয়ার। আগেই ২টি ছক্কা হাঁকানো আইয়ার ১৫তম ওভারে বাংলাদেশের স্পিনার আফিফ হোসেনের প্রথম তিন বলেই টানা ছক্কা মারেন। ঐ ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে ২৭তম বলে টি-২০ ক্যারিয়ারে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান আইয়ার।

১৭তম ওভারের প্রথম বলে ভারতের উইকেটরক্ষক ঋসভ পান্থকে ৬ রানে বোল্ড করেন সৌম্য। একই ওভারের পঞ্চম বলে আইয়ারকেও বিদায় দিয়ে ভারতের রানের গতি কমানোর পথ তৈরি করেন সৌম্য। ১১তম ম্যাচে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে ৩৩ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৬২ রান করেন আইয়ার।

তবে পরের দিকে মনিষ পান্ডিয়ার ১৩ বলে ৩টি চারে অপরাজিত ২২ ও শিবম দুবের ৮ বলে ৯ রানে ৫ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের শফিউল ও সৌম্য ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
ভারত : ১৭৪/৫, ২০ ওভার (আইয়ার ৬২, রাহুল ৫২, সৌম্য ২/২৯)।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-বাংলাদেশ উভয় দলের একাদশে পরিবর্তন

ভারত-বাংলাদেশ উভয় দলের একাদশে পরিবর্তন

ইমার্জিং কাপে সৌম্য-আফিফ, অধিনায়ক শান্ত

ইমার্জিং কাপে সৌম্য-আফিফ, অধিনায়ক শান্ত

মাহমুদউল্লাহর মধ্যে ধোনিকে দেখেন ইরফান

মাহমুদউল্লাহর মধ্যে ধোনিকে দেখেন ইরফান

পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া

পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া