টি-টোয়েন্টিতেও অধিনায়ক মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২১ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮
টি-টোয়েন্টিতেও অধিনায়ক মাহমুদউল্লাহ

ত্রিদেশীয় ও টেস্টের পর শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেন বাংলাদেশ মুখোমুখি হবে একদিন পর।

এদিকে টেস্টের পর টি-টোয়েন্টিতেও খেলতে পারছেন না এ ফরমেটের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ফলে দেখা দেয় নেতৃত্ব শুন্যতায়। কারণ ওয়ানডে ও টেস্টে দলপতির সহকারীর নাম উল্লেখ থাকলে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ছিল না তার সহকারীর নাম।

তবে সর্বশেষ বিবিসি জানানো আসন্ন এ টুর্নামেন্টে অধিনায়কের দায়িত্ব পালন করবেন টেস্টে দায়িত্ব পালন করা মাহমুদউল্লাহই।

এদিকে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে বিকেলে সংবাদ সম্মেলনে এসেছিলেন তামিম ইকবাল। সাধারণত অধিনায়ক সংবাদমাধ্যমের মুখোমুখি হন ম্যাচের আগের দিন। আজ তামিম চলে আসায় অনেকে দুই-দুইয়ে চার মিলিয়েছেন, বাঁহাতি ওপেনারের অন্তত অধিনায়কত্ব করা হচ্ছে না। তাই হলো। সন্ধ্যায় বিসিবি জানিয়ে দিল, সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।

সাকিব না থাকায় শুধু অধিনায়ক শূন্যই নয়, বাংলাদেশ টি-টোয়েন্টি দলটা বাঁহাতি স্পিনার-শূন্য হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে তাই ডাক পড়েছে অভিষেকের অপেক্ষায় থাকা নাজমুল ইসলামের। ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার আজ বিকেলেই যোগ দিয়েছেন অনুশীলনে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান, আফিফ হোসেন ও নাজমুল হোসেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজে জয়ের মুখ দেখলো নিউজিল্যান্ড

সিরিজে জয়ের মুখ দেখলো নিউজিল্যান্ড

তিনি আগ্রহী নন, দোষ সংবাদমাধ্যমের

তিনি আগ্রহী নন, দোষ সংবাদমাধ্যমের

আশরাফুলের সেঞ্চুরি, নিষেধাজ্ঞা কাটছে এ বছরই

আশরাফুলের সেঞ্চুরি, নিষেধাজ্ঞা কাটছে এ বছরই

সৌম্যর ভাবনায় শুধু টি-টোয়েন্টি

সৌম্যর ভাবনায় শুধু টি-টোয়েন্টি