করোনায় আক্রান্ত জাভি হার্নান্দেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৭ এএম, ২৬ জুলাই ২০২০
করোনায় আক্রান্ত জাভি হার্নান্দেস

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। করোনার ভয়াল থাবা থেকে বাদ যায়নি ক্রীড়াঙ্গনের মানুষেরাও। এবার করোনায় আক্রান্ত হলেন স্পেন ও বার্সেলোনার সাবেক মিড ফিল্ডার ও বর্তমানে কাতারের ক্লাব আল সাদের হেড কোচ জাভি হার্নান্দেস।

করোনায় আক্রান্ত হলেও জাভির শরীরে তেমন কোন উপসর্গ নেই। পুরোপুরি সুস্থ হয়ে দলের সাথে পুনরায় যোগ দেওয়ার অপেক্ষায় আছেন তিনি। বর্তমানে তিনি আইসোলোশনে আছেন।

শনিবার (২৫ জুলাই) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন খোদ জাভি। এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘কাতার স্টারস লিগের প্রোটোকল অনুযায়ী আমার সর্ব শেষ কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সৌভাগ্যক্রমে আমি এখন ভাল আছি। তবে যতদিন পর্যন্ত না আমি সুস্থ হয়ে উঠছি, ততদিন আইসোলেশনে থাকবো। স্বাস্থ্য বিভাগ অনুমতি দিলে আমি আবার দৈনন্দিন জীবনে ও কাজে ফিরব।’

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল সাবেক ক্লাব বার্সেলোনার হেড কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জাভি। যা জন্য তিনি আগ্রহও প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ঠিক সময়েই বার্সেলোনা ম্যানেজার হিসেবে প্রত্যাবর্তন করতে চান তিনি। তার জন্য প্রস্তুতিও নিচ্ছেন। এ বার লিগ জিততে পারেনি বার্সেলোনা। বার্সেলোনা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে দলকে জয়ের রাস্তায় ফেরাতে চান জাভি।

চলতি বছরের জানয়ারিতে বার্সেলোনা জাভির সাথে যোগাযোগ করলেও এখনই ফেরা হচ্ছে না তার। আপাতত বর্তমান ক্লাব আল সাদের সাথে এক বছরের চুক্তি নবায়ন করেছেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হেন্ডারসনের হাতে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার

হেন্ডারসনের হাতে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার

জিদানের ভবিষ্যৎ নিয়ে সুরাহা

জিদানের ভবিষ্যৎ নিয়ে সুরাহা

শিরোপা উদযাপন করে লিভারপুলের ৯ সমর্থক গ্রেপ্তার

শিরোপা উদযাপন করে লিভারপুলের ৯ সমর্থক গ্রেপ্তার

রোনালদোদের অপেক্ষা বাড়িয়ে উদিনেসের জয় উল্লাস

রোনালদোদের অপেক্ষা বাড়িয়ে উদিনেসের জয় উল্লাস