কথা রাখেনি সার্জিও, বসুন্ধরা কিংসের কোচ গোমেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৫ আগস্ট ২০২৫
কথা রাখেনি সার্জিও, বসুন্ধরা কিংসের কোচ গোমেজ

বসুন্ধরা কিংসের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন রবার্তো কার্লোস মারিও গোমেজ। ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের সঙ্গে মৌখিক চুক্তি হলেও তিনি আর আসেননি। ফলে গোমেজের হাতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দায়িত্ব তুলে দিচ্ছে।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের সব কিছু চূড়ান্ত করলেও শেষ পর্যন্ত তিনি আর কিংসে যোগ দেননি। কথা না রেখে উল্টো অন্য ক্লাবের দায়িত্ব নিয়েছেন সার্জিও। ফলে সার্জিও ফারিয়াসের পরিবর্তে আর্জেন্টাইন কোচ মারিও গোমেজকে নিয়োগ দিয়েছে বসুন্ধরা কিংস।

গোমেজ খেলোয়াড়ি জীবনে ছিলেন ডিফেন্ডার। আর্জেন্টিনার ফেরো কারিল ওয়েস্তে ক্লাবের হয়ে দীর্ঘ সময় মাঠ কাঁপিয়েছেন তিনি। ১৯৮২ ও ১৯৮৪ সালে দুইবার ঘরোয়া লিগ শিরোপা জেতেন এই আর্জেন্টিয়ান ফুটবলার।

ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষে ১৯৯৫ সালে আর্জেন্টিনার লানুস ক্লাবে হেক্টর কুপারের সহকারী হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন গোমেজ। এরপর ইউরোপীয় ফুটবলের দরজা খুলে যায় গোমেজের; কুপারের সঙ্গে পাড়ি জমান স্পেনে।

লা লিগার ক্লাব মায়োর্কার ডাগআউটে ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সহকারী কোচ ছিলেন গোমেজ। সেই সময়ে কোপা দেল রে ও কাপ উইনার্স কাপের ফাইনালে ওঠে মায়োর্কা।

২০০১ সালে কুপারের সঙ্গে ইতালিয়ান সিরি আ’র ক্লাব ইন্টার মিলানে যোগ দেন গোমেজ। সে সময় রোনালদো নাজারিও, ক্রিশ্চিয়ান ভিয়েরি, হার্নান ক্রেসপো, হাভিয়ের জানেত্তিদের মতো বিশ্বসেরা ফুটবলারদের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা হয়।

এদিকে, সর্বশেষ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হলেও চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপের শিরোপা ঘরে তোলে বসুন্ধরা কিংস। তবে এবার তাদের লক্ষ্য শুধু ঘরোয়া শিরোপা নয়, ঘরোয়া পাঁচটি ট্রফি জয়ের পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব পেরিয়ে আরও এগিয়ে চলা।



শেয়ার করুন :