প্রীতির হ্যাটট্রিক, নেপালের জালে বাংলাদেশের চার গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৭ আগস্ট ২০২৫
প্রীতির হ্যাটট্রিক, নেপালের জালে বাংলাদেশের চার গোল

ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশীপের ম্যাচে নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। দলের এ জয়ে হ্যাটট্রিক গোল করেছেন রভী আকন্দ প্রীতি। বাকি গোলটি করেন থৈনু মারমা।

নেপাল মেয়েদের বিপক্ষে প্রথমার্ধে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় বাংলাদেশের মেয়েরা।

ডাবল রাউন্ড রবিন লিগের চলমান আসরে নিজেদের প্রথম দেখায় ২৪ আগস্ট নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে একটি গোল বেশি পেলেও নিজেরাও একটি গোল খেয়েছে বাংলাদেশের মেয়েরা।

নেপালকে হারালেও প্রথম গোলের দেখা পেতে বাংলাদেশকে ৩৯ মিনিট অপেক্ষা করতে হয়েছে। থৈনু মারমার একক প্রচেষ্টায় নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বল নিয়ে বক্সে প্রবেশ করে কোনাকুনি শটে দরকে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অর্থাৎ এক গোলে এগিয়ে যাওয়ার ছয় মিনিট পরে (৪৫+১) নিজের প্রথম এবং দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন সুরভী আকন্দ প্রীতি।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতা ফেরার চেষ্টা করলেও উল্টো ৭৬তম মিনিটে গোলের স্কোর ৩-১ করে বাংলাদেশ। কর্নার থেকে বক্সে ফাঁকায় বল পেয়ে সহজেই জালে পাঠান প্রীতি। এর ৯ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, গোল ব্যবধান দাঁড়ায় ৪-১।

ম্যাচের শেষ বিশ মিনিট খেলা হয় বৃষ্টির মাঝে। তবে বাকি সময় আর কোন গোল না হলে ৪-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

আসরে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ৯। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে। প্রথম পর্বে ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।

২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দুই মিনিট পরেই প্রথমবারের মতো গোল হজম করে বাংলাদেশ। ৪৫+৩ মিনিটে ভূমিকার গোলে ২-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা।

 



শেয়ার করুন :