মেসিরা না পারলেও চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুললো বার্সার মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২১ এএম, ১৮ মে ২০২১
মেসিরা না পারলেও চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুললো বার্সার মেয়েরা

লা লিগায় চলছিল শিরোপার চতুর্থমুখী লড়াই। তবে ঘরের মাঠের পরাজয়ে সেই শিরোপা স্বপ্ন ধূলিসাৎ করে ফেলেছে বার্সেলোনা। বার্সেলোনার সেই লিগ শিরোপা হারানোর ক্ষত কিছুটা হলেও কমিয়েছে নারী দল। প্রথমবারে মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছে বার্সার মেয়েরা।

রোববার (১৬ মে) রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা নারী দল। এক পেশে লড়াইয়ে মাত্র ৩৬ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এ ফলাফলেই ম্যাচ শেষ করে দুই দল।

ম্যাচের প্রথম মিনিট থেকেই বেশ দাপুটে খেলা শুরু করে বার্সেলোনা। তাদের দ্রুতগতির খেলার কারণে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি চেলসির মেয়েরা। আর এ কারণেই বার্সার মেয়েদের সামনে অসহায় আত্মসমর্পণ করে চেলসি।

ম্যাচের প্রথম মিনিটেই আত্মঘাতি গোল করে বসেন চেলসির জার্মান ডিফেন্ডার লিওপোলপজ। আর ম্যাচের ১৪ মিনিটে লিওপোজের ফাউলের কল্যাণে আবারও পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে বার্সার নারীরা। এরপর ৩৬ মিনিটের মধ্যেই আবারও ২ গোল করে বার্সা।

বার্সেলোনা নারী দল এর আগে ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছিল। কিন্তু সেবার শিরোপা ছোয়া হয়ে উঠেনি বার্সার নারীদের। এবার সে আক্ষেপ পূরণ করে নিল বার্সেলোনা। আর চেলসি প্রথমবারের মত চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেললো চেলসি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ারের তোয়াক্কা না করেই মুখ খুললেন মালিক

ক্যারিয়ারের তোয়াক্কা না করেই মুখ খুললেন মালিক

জয় তুলে শিরোপার আরও কাছে অ্যাথলেটিকো মাদ্রিদ

জয় তুলে শিরোপার আরও কাছে অ্যাথলেটিকো মাদ্রিদ

রুমবন্দি শ্রীলঙ্কা, হোটেল বন্দি হচ্ছে বাংলাদেশ

রুমবন্দি শ্রীলঙ্কা, হোটেল বন্দি হচ্ছে বাংলাদেশ

শোয়েবের অধিনায়কত্বে বিদায় বলতে চেয়েছিলেন আফ্রিদি

শোয়েবের অধিনায়কত্বে বিদায় বলতে চেয়েছিলেন আফ্রিদি