কোপা সংশ্লিষ্ট আরও ১১ জন করোনা আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১৭ জুন ২০২১
কোপা সংশ্লিষ্ট আরও ১১ জন করোনা আক্রান্ত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ব্রাজিল। এর মধ্যে ব্রাজিল জুড়ে অনুষ্ঠিত হচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ভেনিজুয়েলার আট ফুটবলার। কোপা আমেরিকা শুরুর দুই পর সে সংখ্যাটা দাড়ায় ৩৩ জনে। এর মধ্যে আবারও কোপায় করোনা আক্রমণে খবর আসলো।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে কোপা আমেরিকা সংশ্লিষ্ট ১১ জনের দেহে করোনা শনাক্ত হওয়ার কথা। এ নিয়ে মোট ৫২ জন করোনায় আক্রান্ত হলেন। নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দুই জন খেলোয়াড় এবং বাকিরা সবাই স্টাফ বলে জানানো হয়েছে।

করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যে ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজন নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল। করোনার এ মহামারিতে ব্রাজিলে ইতিমধ্যে সাড়ে পাঁচ লক্ষ মানুষ মারা গেছেন। এমন পরিস্থিতে বিশেষজ্ঞরা কোপা আয়োজন না করার পক্ষে মত দিয়েছিল। তারপরও ঐতিহ্যবাহী এ টুর্নামেন্ট ব্রাজিলে চলছে।

করোনা আক্রমণের কারণে টুর্নামেন্ট যেন বন্ধ না হয় এ কারণে ব্যবস্থা নিয়ে রেখেছে কনমেবল। সব দলকেই নিজেদের প্রয়োজনমত খেলোয়াড় পরিবর্তন করার অনুমতি দিয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটারদের সূচি চূড়ান্ত

কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটারদের সূচি চূড়ান্ত

সাকিব-আম্পায়ার ইস্যুতে যা বললেন পাপন

সাকিব-আম্পায়ার ইস্যুতে যা বললেন পাপন

প্লে-অফে নয়, সরাসরি বাছাইপর্বে খেলবে বাংলাদেশ ফুটবল দল

প্লে-অফে নয়, সরাসরি বাছাইপর্বে খেলবে বাংলাদেশ ফুটবল দল

সংবাদ সম্মেলনে এবার বিয়ারের বোতল সরালেন পগবা

সংবাদ সম্মেলনে এবার বিয়ারের বোতল সরালেন পগবা