ফিনল্যান্ডের বিপক্ষে থাকছেন না থর্গ্যান হ্যাজার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৪ এএম, ২১ জুন ২০২১
ফিনল্যান্ডের বিপক্ষে থাকছেন না থর্গ্যান হ্যাজার্ড

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ডেনমার্কের বিরুদ্ধে জয়ের নায়ক থর্গ্যান হ্যাজার্ডকে দ্বিতীয় ম্যাচে পাচ্ছে না বেলজিয়াম। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী হাটুর ইনজুরির কারণে মাঠে নামতে পারবেন না তিনি। তবে আনুষ্ঠানিকভাবে থর্গ্যান কিসের ইনজুরির কারণে থাকছেন না তা জানায়নি বেলজিয়াম ফুটবল ফেডারেশন।

সোমবার (২১ জুন) সেন্ট পিটার্সবার্গে ডেনমার্কের মুখোমুখি হবে বেলজিয়াম। এ ম্যাচ খেলার জন্য পিটার্সবার্গের বিমান ধরেননি থর্গ্যান হ্যাজার্ড। রোববার (২০ জুন) বেলজিয়াম ফুটবল ফেডারেশন এক টুইটে তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তারা টুইটে জানিয়েছে পুরাতন ইনজুরিতে পড়ার কারণে দলে থাকবেন না তিনি।

বেলজিয়ামের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী ম্যাচের আগে শনিবার (১৯ জুন) অনুশীলনে উপস্থিত ছিলেন না থর্গ্যান হ্যাজার্ড। তারা আরও জানিয়েছে হাঁটুর ইনজুরিতে পড়েছেন তিনি। তাই তিনি ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে থাকছেন না।

থর্গ্যান হ্যাজার্ডের বড় ভাই এডেন হ্যাজার্ডও বেলজিয়াম জাতীয় দলের নিয়মিত সদস্য। এডেন এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৩৭ ম্যাচে খেলে ৭ গোল করেছেন। থর্গ্যান হ্যাজার্ডের অনুপস্থিতির পরও শক্তিশালী দল নিয়েই সেন্ট পিটার্সবার্গে গিয়েছেন কোচ রবার্তো মার্টিনেজ। দলের লাইনআপে থাকবেন এডিন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনি এবং অ্যাক্সেল উইটসেল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্রি ট্রান্সফারে ডিপেকে দলে ভেড়ালো বার্সেলোনা

ফ্রি ট্রান্সফারে ডিপেকে দলে ভেড়ালো বার্সেলোনা

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল যাদের

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল যাদের

টোকিও অলিম্পিক : জাপান গিয়ে করোনা পজিটিভ উগান্ডার অ্যাথলেট

টোকিও অলিম্পিক : জাপান গিয়ে করোনা পজিটিভ উগান্ডার অ্যাথলেট

হারের দায় নিজেই নিলেন পর্তুগাল কোচ

হারের দায় নিজেই নিলেন পর্তুগাল কোচ