নতুন প্রজন্মের সঙ্গী হতে পেরে খুশি বুফন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০২ পিএম, ২৩ মার্চ ২০১৮
নতুন প্রজন্মের সঙ্গী হতে পেরে খুশি বুফন

৪০ বছর বয়সেও ইতালীর ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে জাতীয় ফুটবল দলের অন্তুর্ভুক্ত থাকতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশ্বখ্যাত গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

আসন্ন রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ইতালী খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হবার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন জুভেন্টাসের এই তারকা। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টেছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ উপলক্ষে ফের জাতীয় দলে ফিরে এসেছেন এই বিশ্বসেরা গোলরক্ষক। সেই সঙ্গে কাঁধে তুলে নিয়েছেন দলের নেতৃত্ব।

বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘সবাই সত্যটা জানেন। দলে আমার ভূমিকাটা থাকে সব সময় ইতিবাচক। আমি সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করি। দলকে আমি নিজের চেয়ে এগিয়ে রাখি।’

১৭৫টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ইউরোপে রেকর্ড গড়া ফুটবল তারকা বলেন, ‘আমি এখানে শুধু লোক দেখানোর জন্য আসিনি। আমি এখনো কার্যকর আছি। আমার বয়স ৪০ বছর হতে পারে, কিন্তু এখনো জুভেন্টাসের গোলরক্ষকের দায়িত্ব পালন করছি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

দিবালার জোড়া গোলে জুভেন্টাসের জয়

দিবালার জোড়া গোলে জুভেন্টাসের জয়

ইরাকে বিশ্ব সেরা স্টেডিয়াম বানাবে সৌদি

ইরাকে বিশ্ব সেরা স্টেডিয়াম বানাবে সৌদি

বার্সেলোনা নিয়ে চিন্তিত ল্যাম্পার্ড

বার্সেলোনা নিয়ে চিন্তিত ল্যাম্পার্ড

চ্যাম্পিয়নস লিগে এমেরির হতাশা কাটানোর জয়

চ্যাম্পিয়নস লিগে এমেরির হতাশা কাটানোর জয়