ম্যারাডোনা স্মরণে মাঠে নামছে বার্সা-বোকা জুনিয়র্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৭ অক্টোবর ২০২১
ম্যারাডোনা স্মরণে মাঠে নামছে বার্সা-বোকা জুনিয়র্স

ডিয়েগো ম্যারাডোনার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাঠে নামছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। ফুটবল ক্যারিয়ারে এ দুই ক্লাবের হয়ে খেলেছিলেন এবং শিরোপা জিতেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা।

সোমবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ‘ম্যারাডোনা কাপ’ নামে ম্যাচটি আয়োজিত হবে। চলতি বছরের ১৪ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদের মারসুল পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যারাডোনার স্মরণে আয়োজিত ম্যাচে খেলার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স।

২০২০ সালের ২৫ নভেম্বর সারা বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ সালের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ তারকা ৬০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান।

১৯৮১-৮২ মৌসুমে বোকা জুনিয়র্সে নাম লেখান ডিয়েগো ম্যারাডোনা। সেবার বোকা জুনিয়র্সের হয়ে ৪০ ম্যাচে করেছিলেন ২৮ গোল। এ এক মৌসুম পরেই ৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি। ইনজুরি-ফর্মহীনতায় নিয়মিত খেলতে না পারলেও দুই মৌসুমে ৩৬ ম্যাচে ২২ গোল করেছিলেন তিনি।

বোকা জুনিয়র্স কিংবা বার্সেলোনা দুই ক্লাবেই স্বল্প সময় খেললেও দুই দলের হয়েই শিরোপা জিতেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তাই তো স্মরণে মুখোমুখি হচ্ছে দুই দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যারাডোনাকে কোপার শিরোপা উৎসর্গ

ম্যারাডোনাকে কোপার শিরোপা উৎসর্গ

ম্যারেডোনা কি মেসিদের জয়োল্লাস দেখছেন?

ম্যারেডোনা কি মেসিদের জয়োল্লাস দেখছেন?

নার্সের দাবি খুন হয়েছেন ম্যারাডোনা

নার্সের দাবি খুন হয়েছেন ম্যারাডোনা

ম্যারাডোনার মৃত্যুর সময় নিয়ে নতুন জল্পনা

ম্যারাডোনার মৃত্যুর সময় নিয়ে নতুন জল্পনা