সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

লিওনেল মেসি এবং সেস ফ্যাব্রেগাসের বন্ধুত্ব সেই শৈশব থেকে। যখন তারা বার্সেলোনার ‘আতুড় ঘর’ খ্যাত লা মাসিয়ায় এক সঙ্গে বেড়ে উঠেছিলেন। সময়ের সাথে সেই বন্ধুত্ব্ব আরও গাঢ় হয়েছে। বিপদে আপদে একজন আরেকজনকে পাশে পেয়েছেন সবসময়। এবার আরেকবার মেসি পাশে পেলেন বন্ধু ফ্যাব্রেগাসকে।

চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি মিস করার পর চারদিকে যখন মেসির সমালোচনা। তখন ঢাল হয়ে প্রিয় বন্ধুর পাশে দাঁড়ালেন সাবেক বার্সা তারকা। ফ্যাব্রেগাস বলেন, ‘আমি এমন লোকদের কাছ থেকে কিছু শুনেছি, যারা তাকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে দেখেনি।’

মোনাকোর এই ফুটবলার আরও বলেন, ‘তারকা না হয়েও মেসি ভালো খেলেছেন। প্রথমার্ধে ও এমবাপেকে একটি পাস দিয়ে গোলেমুখে। যেটা বাকি ২১ জনের পক্ষে সম্ভব হয়নি। সে একটা পেনাল্টি মিস করেছে, তো কী হয়েছে? এটা দিয়ে তাকে মূল্যায়ন করা আমার কাছে হাস্যকর।’

মেসিকে চেনাতে অতীত টেনে ফ্যাব্রিগাস বলেন, ‘আমার মনে আছে লুইস এনরিকের সময়ে প্রথম মৌসুমে মেসি ভালোই সমালোচিত হয়েছিলেন। তখন একটা সংকট চলছিল। এরপর বার্সেলোনা ট্রেবল জিতলো। এখনও হয়তো একই রকম কিছু ঘটতে চলেছে।’

সেই সঙ্গে সমালোচকদের সতর্ক করে দিয়েছেন সেস। তিনি বলেন, ‘আমরা এমন একটা খেলোয়াড়ের ব্যাপারে কথা বলছি যে আপনার সমালোচনাকে এক সেকেন্ডে খেয়ে ফেলতে পারে। মেসির ব্যাপারে আপনাকে সবসময় সাবধান থাকতে হবে। আরও অনেক কিছু আসার বাকি রয়েছে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নাপোলির বিপক্ষে সুযোগ মিস করে তোরেসের কান্না

নাপোলির বিপক্ষে সুযোগ মিস করে তোরেসের কান্না

বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো ইউরোপা লিগে গাভি

বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো ইউরোপা লিগে গাভি

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

পিএসজির বিপক্ষে ঘরের মাঠে নিষিদ্ধ রিয়ালের ক্যাসিমিরো-মেন্ডি

পিএসজির বিপক্ষে ঘরের মাঠে নিষিদ্ধ রিয়ালের ক্যাসিমিরো-মেন্ডি