ভায়োকানোর বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
ভায়োকানোর বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়

করিম বেনজেমার সাথে ভিনিসিযাস জুনিয়রের বোঝাপারাটা কেমন সেটা আরেকবার দেখলো রিয়াল মাদ্রিদ সমর্থকরা। তাতে লা লিগায় টানা দ্বিতীয় জয় পেলো কার্লো আনচেলত্তির দল। ফরাসি তারকা করিম বেনজেমার গোলে রায়ো ভায়োকানোর মাঠ থেকে ঘাম ঝরানো ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভায়োকানোর ঘরের মাঠে রিয়ালকে সবচেয়ে বড় পরীক্ষাটা দিতে হয়ে কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের সামনে। ভায়োকানোর গোলপোস্টে লুকা হয়ে দাঁড়িয়েছিলেন স্রেফ ‘চীনের প্রাচীর।’ একের পর এক আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল।

ম্যাচ শুরুতে ২ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারতো রিয়াল। দানি কারভাহালের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি মার্কো অ্যাসেন্সিও। তার শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন লুকা জিদান। ২৩ মিনিটে আরেকটা সুযোগ হেলায় হারান অ্যাসেন্সিও।

৪০ মিনিটের মাথায় গোল পেয়ে যেতে পারতো লস ব্লাঙ্কোসরা। কিন্তু ক্যাসিমেরোর বল জালে জড়াতেই অফসাইডের পতাকা তুলে দেন রেফারি। প্রথমার্ধে জমজমাট লড়াই হলেও আর গোলের সুযোগ পায়নি কেউ।

বিরতির পরও ঝাঁঝ কমার কোনো লক্ষণ দেখা যায়নি। ৫২ মিনিটে ফাঁকায় বল পেয়ে দারুণ সুযোগ মিস করেন ভিনিসিযাস। ৫৫ মিনিটে পাল্টা আক্রমণে থিবো কোর্তোয়াকে কঠিন পরীক্ষা নেন মারিও সুয়ারেজ। তার হেড কোনোমতে এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠান রিয়াল গোলরক্ষক।

ম্যাচের ব্যবধান গড়ে দেয়া সুযোগটা আসে ৮৪ মিনিটের মাথায়। ভিনিসিয়াসের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে সামনে এগিয়ে যান বেনজেমা। ভিনিসিয়াসের পায়ে বল দেখে এগিয়ে আসেন ভায়োকানো গোলরক্ষক। এই সুযোগে বেনজেমাকে ফিরতি পাস দেন ব্রাজিলিয়ান তারকা এবং সহজ গোল!

এই জয়ে ২৬ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রতে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া। ২৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান চারে। ২৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ভায়োকানো।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শীত এলেই ঠান্ডা হয়ে যান রুদ্রিগো!

শীত এলেই ঠান্ডা হয়ে যান রুদ্রিগো!

এমবাপেকে পিএসজিতেই থাকার 'অনুরোধ' প্যারিস মেয়রের

এমবাপেকে পিএসজিতেই থাকার 'অনুরোধ' প্যারিস মেয়রের

২০২১ রিয়াল মাদ্রিদে আমার সেরা বছর ছিল : বেনজেমা

২০২১ রিয়াল মাদ্রিদে আমার সেরা বছর ছিল : বেনজেমা

ইউরোপা লিগের শেষ ষোলোতে বার্সার প্রতিপক্ষে গ্যালতাসারেই

ইউরোপা লিগের শেষ ষোলোতে বার্সার প্রতিপক্ষে গ্যালতাসারেই