প্রীতি ম্যাচ খেলতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া যাচ্ছে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০৬ এপ্রিল ২০২২
প্রীতি ম্যাচ খেলতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া যাচ্ছে বার্সেলোনা

বিখ্যাত স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা প্রতিষ্ঠিত হবার পর থেকে বিশ্বের নানা প্রান্তে অসংখ্য প্রীতি ম্যাচ খেললেও কখনো অস্ট্রেলিয়া সফর করেনি তারা। অবশেষে পূরণ হতে যাচ্ছে তাদের তাসমান সাগরপাড় ভ্রমণ। প্রথমবারের মতো প্রীতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে জাভি হার্নান্দেজের দল।

চলতি বছরের ২৫ মে সিডনির অ্যাকর স্টেডিয়ামে এ-লিগ অল স্টারদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিতে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফর করবে বার্সেলোনা। লা লিগার চলতি মৌসুম শেষ হয়ে গেলেই শুরু হবে সফর। ম্যাচের পরপরই কাতালুনিয়ায় ফিরে আসবে দল।

বার্সেলোনার সঙ্গে এ-লিগ অল স্টারদের ম্যাচটি অনুষ্ঠিত হবে এ-লিগ ফাইনালের মাত্র তিন দিন আগে। মূলত দর্শকদের আকৃষ্ট করতেই বার্সেলোনাকে আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে এ-লিগে কর্তৃপক্ষ। এটি বার্সেলোনার জন্য একটি ঐতিহাসিক খেলা হবে। আগে কখনো অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচ খেলেনি বার্সা।

এই সফরে বার্সেলোনা প্রীতি ম্যাচ খেলা ছাড়াও সিডনির ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এটি অস্ট্রেলিয়া শহরে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গীত ও সাংস্কৃতিক উৎসব।

অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে বার্সেলোনার মার্কেটিং এরিয়ার ভাইস প্রেসিডেন্ট জুলি গুইউ বলেন, ‘অস্ট্রেলিয়াতে এ-লিগ অল স্টারদের বিপক্ষে এই ম্যাচটি ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই প্রথমবারের মতো দলটি সেই দেশে যাবে, যেখানে বার্সেলোনা ব্যাপক আগ্রহ তৈরি করছে।’

তিনি আরও বলেন, ‘এই ম্যাচটি খেলতে পারা আমাদের ক্লাব এবং ভক্তদের কাছাকাছি নিয়ে আসার সুযোগ দিবে। আমাদের নতুন দর্শকরা এফসি বার্সেলোনা এবং ক্লাবের ইতিহাস জানার সুযোগ পাবে। মাঠ এবং মাঠের বাইরে বার্সেলোনাকে তারা জানতে পারবে।’

প্রতিবছরই লা লিগার মৌসুম শেষে অফুরন্ত সময় থাকে ক্লাবগুলোর। এই সময়টা কাজে লাগাতে বার্সেলোনা বিশ্বের নানা প্রান্তে প্রীতি ম্যাচ খেলে বেড়ায়। মূলত ফুটবলের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন জোরালো করতেই প্রীতি ম্যাচগুলোয় অংশগ্রহণ করে বার্সেলোনা সহ কয়েকটি ক্লাব।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

সেভিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠলো বার্সেলোনা

সেভিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠলো বার্সেলোনা

কঠোর পরিশ্রম করলে দেম্বেলে বিশ্বসেরা হতে পারবে: জাভি

কঠোর পরিশ্রম করলে দেম্বেলে বিশ্বসেরা হতে পারবে: জাভি

বার্সোলোনায় ব্রাজিলিয়ান নারী ফুটবলার ‘যৌন হয়রানি’র শিকার!

বার্সোলোনায় ব্রাজিলিয়ান নারী ফুটবলার ‘যৌন হয়রানি’র শিকার!

দেম্বেলে একটা ক্ষ্যাপাটে খেলোয়াড় : পেদ্রি

দেম্বেলে একটা ক্ষ্যাপাটে খেলোয়াড় : পেদ্রি