হ্যাটট্রিকম্যান রোনালদোর পকেটে সাড়ে আট লাখ পাউন্ডের বোনাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৭ এপ্রিল ২০২২
হ্যাটট্রিকম্যান রোনালদোর পকেটে সাড়ে আট লাখ পাউন্ডের বোনাস

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক গোলে নরউইচ সিটিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজের করা হ্যাটট্রিকে খুব একটা রোমঞ্চ না হলেও মোটা অংকের বোনাস পাচ্ছেন পর্তুগাল তারকা রোনালদো। বোনাস হিসেবে সাড়ে আট লাখ পাউন্ড পাচ্ছেন তিনি।

দ্য সানের এক রিপোর্টে বলা হয়, মৌসুমে ২১ গোল করার মাইলফলকে পৌঁছানোয় চুক্তির শর্ত মোতাবেক বোনাস হিসেবে সাড়ে আট লাখ পাউন্ড আয় করেছেন রোনালদো। ক্লাবের সঙ্গে করা চুক্তিতে মৌসুমে রোনালদো যদি ২০ বা ততোধিক গোল করতে পারেন, তাহলে বোনাস হিসেবে পাবেন সাড়ে সাত লাখ পাউন্ড। আর হ্যাটট্রিক বোনাস হিসেবে পাবেন আরও এক লাখ পাউন্ড।

এত বড় অংকের বোনাস পাওয়ার পর এখন মৌসুমের বাকি সময়ে প্রতিটি গোলের জন্য এক লাখ পাউন্ড হিসেবে বোনাস পাবেন পর্তুগাল সুপার স্টার। চলতি মৌসুমে ক্লাবের শীর্ষ গোলদাতাকে এক মিলিয়ন পাউন্ড বোনাস দিবে ইউনাইটেড। এ পুরস্কারটিও লাভ করতে যাচ্ছেন রোনালদো।

ক্লাবের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার আসনে রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বি ব্রুনো ফার্নান্দেস। গোল ব্যবধানে এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকা ব্রুনো ফার্নান্দেসের চেয়ে ১২ গোলে এগিয়ে রয়েছেন রোনালদো।

এছাড়া চলতি মৌসুমে যদি ৩০টি গোল করতে পারেন, তাহলে প্রায় ২.৭৫ মিলিয়ন পাউন্ড বাড়তি বোনাস হিসেবে লাভ করবেন রোনালদো। গত বছর ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে রোনালদোকে নিয়ে বিভিন্ন সমালোচনার সৃষ্টি হলেও দলটিকে শীর্ষ চারে টিকিয়ে রাখার লড়াইয়ে বড় ভূমিকাটিই রাখছেন ৫ বারের এ ব্যালন ডি’অর খেতাবজয়ী তারকা।

গত মাসে টটেনহ্যামের বিপক্ষে জয় পাওয়া ম্যাচেও হ্যটট্রিক করেছিলেন রোনালদো। সর্বশেষ শনিবার (১৬ এপ্রিল) ওল্ড ট্রাফোর্ডে নরউইচ সিটির বিপক্ষে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ‘সিআর সেভেন’ খ্যাত এ ফুটবল তারকা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে ‘হুমকির মুখে’ যেসব রেকর্ড

কাতার বিশ্বকাপে ‘হুমকির মুখে’ যেসব রেকর্ড

রোনালদোর হ্যাটট্রিকে ইউনাইটেডের নরউইচ বধ

রোনালদোর হ্যাটট্রিকে ইউনাইটেডের নরউইচ বধ

রোনালদো নয়, মেসিই সেরা: আগুয়েরো

রোনালদো নয়, মেসিই সেরা: আগুয়েরো

মেসি থেকে রোনালদো, কাতারে শীর্ষ ২০ ফুটবলারের ‌‘শেষ’ বিশ্বকাপ

মেসি থেকে রোনালদো, কাতারে শীর্ষ ২০ ফুটবলারের ‌‘শেষ’ বিশ্বকাপ