রোনালদো নয়, মেসিই সেরা: আগুয়েরো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৭ এপ্রিল ২০২২
রোনালদো নয়, মেসিই সেরা: আগুয়েরো

লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, দু’জনের শ্রেষ্ঠত্ব নিয়ে অনেকদিন যাবত ফুটবল পাড়ায় একটা লড়াই ‘অঘোষিত’ লড়াই চলে আসছে। যদিও দু’জনই যার যার জায়গায় সময়ের সেরা ফুটবলার। তবে ভক্তদের মাঝে শ্রেষ্ঠত্বের লড়াইটা এখনো চলমান। এবার সেই দলে যোগ দিলেন মেসিরই সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো। তার চোখে রোনালদো নয়, মেসিই সেরা।

শনিবার (১৬ এপ্রিল) রাতে নরউইচ সিটির বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ৩-২ গোলের জয় এনে দেন রোনালদো। এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবারের মতো জার্সি গায়ে মাঠে নামেন স্প্যানিশ তরুণ আলেজান্দ্রো গার্নাচো।

রোনালদোর হ্যাটট্রিকে মুগ্ধ হয়ে গার্নাচো সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে একটি পোস্ট করেন। রোনালদোর ছবি দিয়ে করা পোস্টের ক্যাপশনে ১৭ বছর বয়সী এই তরুণ লিখেছিলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ’।

সেই পোস্ট চোখে পড়ে সাবেক আর্জেন্টাইন তারকা আগুয়েরোর। সুযোগ বুঝে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিতে দেরী করলেন না সাবেক্ আর্জেন্টাইন স্ট্রাইকার। পোস্টের কমেন্ট বক্সে আগুয়েরো লিখেছেন, ‘তুমি এটা বলছো কারণ তুমি এখনও লিওনেল মেসির মতো সেরার সাথে খেলতে পারোনি।’

বর্তমানে ফুটবল মাঠ থেকে দূরে আছেন আগুয়েরো। আর কখনোই ক্লাব কিংবা জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যাবে না আর্জেন্টাইন তারকাকে। ২০২১ সালের ডিসেম্বরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েই ফুটবলকে বিদায় জানান আগুয়েরো।

চলতি মৌসুমে ফর্মে নেই মেসি কিংবা রোনালদোর কেউই। পুরনো ক্লাবে ফিরে এখন পর্যন্ত নিজেকে তেমন একটা মেলে ধরতে পারেননি রোনালদো। ওইদিকে স্পেন ছেড়ে ফ্রান্সে গিয়ে মেসিও নিজেকে হারিয়ে খুঁজে ফিরছেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর হ্যাটট্রিকে ইউনাইটেডের নরউইচ বধ

রোনালদোর হ্যাটট্রিকে ইউনাইটেডের নরউইচ বধ

চেলসি কেনার দৌড় থেকে সরে দাঁড়ালো রিকেটস গ্রুপ

চেলসি কেনার দৌড় থেকে সরে দাঁড়ালো রিকেটস গ্রুপ

ব্যর্থতার দায়ে শন ডাইচকে বরখাস্ত করলো বার্নলি

ব্যর্থতার দায়ে শন ডাইচকে বরখাস্ত করলো বার্নলি

রোনালদোর আমন্ত্রণ ফিরিয়ে দিলেন সেই কিশোর ভক্তের মা

রোনালদোর আমন্ত্রণ ফিরিয়ে দিলেন সেই কিশোর ভক্তের মা