কাদিসের মাঠে পয়েন্ট খোয়ালো রিয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৫ এএম, ১৬ মে ২০২২
কাদিসের মাঠে পয়েন্ট খোয়ালো রিয়াল

বড় দল পেলেই ভয়ঙ্কর রূপ ধারণ করে লা লিগার অবনমনের শঙ্কায় থাকা কাদিস। সেটা আরেকবার প্রমাণ করলো তারা। লিগের ম্যাচে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ১-১ গোলে রুখে দিয়েছে রীতিমতো জায়ান্ট কিলারে পরিণত হওয়া কাদিস। তাতে আরেকবার পয়েন্ট খোয়ালো মাদ্রিদের রাজারা।

বাংলাদেশ সময় রোববার (১৫ মে) কাদিসের ঘরের মাঠে অবশ্য ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় রিয়াল। ম্যাচের পঞ্চম মিনিটে বাঁ দিক দিয়ে বল পায়ে আক্রমণে উঠে প্রতিপক্ষের তিন জনের ফাঁক গলে ডি-বক্সে ঢুকে গোলমুখে পাস দেন রদ্রিগো। বাঁ পায়ের ছোঁয়ায় বাকি কাজটা সারেন মারিয়ানো দিয়াস।

গোল হজম করে পাগল ঘোড়ার মতো ক্ষেপে ওঠে কাদিস। বল পেলেই আক্রমণে উঠে রিয়াল ডিফেন্সকে রীতিমতো ব্যস্ত রাখতে থাকে তারা। এর জের ধরেই ম্যাচের ৩৭তম মিনিটে গোল পেয়েও যায় দলটি।

হেডে কাদিসের একটি আক্রমণ ঠেকাতে চেষ্টা করেন এডার মিলিতাও। কিন্তু বল চলে যায় রুবেন সবরিনোর পায়ে। এই সুযোগ মিস করতে রাজি ছিলেন না কাদিস তারকা। ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে থেকে বুলেট গতির শটে জাল কাঁপান স্প্যানিশ ফরোয়ার্ড।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও চলতে আক্রমণ-পাল্টা আক্রমণ। ৬০তম মিনিটে নেগ্রেদোকে ফাউল করেন রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন। তবে পেনাল্টি কাজে লাগাতে পারলেন না স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো নেগ্রেদো। তার শট ঠেকিয়ে খানিক আগের ভুলের প্রায়শ্চিত্ত্ব করেন ইউক্রেনীয় গোলরক্ষক।

এরপর আরও দুইবার মোক্ষম সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না নেগ্রেদো ও সবরিনো। ফলে এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয় কাদিসকে। ঐদিকে শিরোপা নিশ্চিত হওয়ার পর এ নিয়ে তিন ম্যাচে দুটিতে পয়েন্ট হারাল কার্লো আনচেলত্তির দল। ৩৭ ম্যাচে ২৬ জয় ও সাত ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৮৫।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্লপের পরামর্শ মানতে গিয়ে মানের ‘পেনাল্টি মিস’

ক্লপের পরামর্শ মানতে গিয়ে মানের ‘পেনাল্টি মিস’

দোন্নারুমা নাকি নাভাস, পিএসজিকে বাছতে হবে একজন

দোন্নারুমা নাকি নাভাস, পিএসজিকে বাছতে হবে একজন

কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমার ইসলাম গ্রহণ

কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমার ইসলাম গ্রহণ

ম্যাসন মাউন্টের দুঃখ ‘ওয়েম্বলি স্টেডিয়াম’

ম্যাসন মাউন্টের দুঃখ ‘ওয়েম্বলি স্টেডিয়াম’