আগামী মৌসুমে বার্সেলোনা শিরোপার জন্য লড়াই করবে: জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৬ মে ২০২২
আগামী মৌসুমে বার্সেলোনা শিরোপার জন্য লড়াই করবে: জাভি

চলতি মৌসুমে লা লিগার শিরোপা হাতছাড়া হয়ে গেছে বার্সেলোনার। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে নিশ্চিত করেছে স্প্যানিশ সুপার কাপ। তবে পরের বছর আর ভুল করতে চান না বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তিনি জানান, আগামী মৌসুমে শিরোপার জন্য লড়াই করবে কাতালানরা।

গেটাফের বিপক্ষে গোলশুন্য ড্র করার পর সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘আমরা সবসময় জিততে চাই, কিন্তু ড্র কার্যত যথেষ্ট ভালো ছিল। আমরা সুপারকোপায় খেলার শেষ সুযোগটা কাজে লাগিয়েছি।’

‘আমরা দলের দায়িত্ব নেওয়ার পর থেকে কী করেছি সেটা দেখতে পারি। আমরা ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছি। আমি একটি ট্রফি জেতার স্বপ্ন দেখেছিলাম। তবে সেভাবে আমরা খেলতে পারিনি।’ - জাভি যোগ করেন।

রিয়ালের সঙ্গে সমানতালে ছুটতে না পেরে কিছুটা হতাশ জাভি। তবে পরের মৌসুমেই এই ব্যবধানটা ঘুচিয়ে দিতে চান সাবেক বার্সা খেলোয়াড়। জাভি বলেন, ‘আমরা দ্বিতীয় হয়েছি। কারণ রিয়াল মাদ্রিদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি।’

অতীত পেছনে ফেলে এগিয়ে যেতে চান জানিয়ে জাভি আরও বলেন,’আমরা কোপা দেল রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি।। এটা নিয়ে পরের মৌসুমে আমাদেরকে কাজ করতে হবে। যদিও ভিয়ারিয়ালকে হারানো বাকি। তাদেরকে হারিয়ে আমরা মৌসুম শেষ করতে চাই।’

গেটাফের বিপক্ষে বার্সেলোনা ড্র করায় দুই দিকে থেকে দুই দলের জন্যই ভালো হয়েছে। এই জয়ে তারা লা লিগার পরের আসরের জন্য টিকে রইলো। বার্সেলোনাও তাদের সুপার কাপ নিশ্চিত করলো। তবে জাভি চেয়েছিলেন জিততে। গেটাফেও তাই।

‘আমরা জেতার জন্য মাঠে নেমেছিলাম, গেটাফেও তাই। কিন্তু দেখুন, ফলাফল যা হয়েছে তা সবার পক্ষে এসেছে। এটাই বাস্তবতা। এরচেয়ে বেশি বলা কোনোমতেই উচিত হবে না।’ - জাভি আরো যোগ করেন।

পরের মৌসুমের দিকে নজর দেয়ার পাশাপাশি খেলোয়াড় বদলি সম্পর্কে জাভিকে প্রশ্ন করা হয়েছিল। বার্সা কোচ স্রেফ জানিয়ে দিয়েছেন, রিকি পুইগ, উসমান ডেম্বেলে বা অন্য কারো সম্পর্কে এখনই তিনি কিছু বলতে রাজি নন।

জাভি বলেন, ‘এই সপ্তাহে আমরা কিছু পরিকল্পনা করবো। সামনের মৌসুমে আমাদেরকে লড়াই করার জন্য কি দরকার সেটা আমি জানি, বোর্ডও জানে। পরের বছর আমাদেরকে শিরোপার জন্য লড়াই করতে হবে। তার জন্য যা দরকার সেসব নিয়ে আমরা আলোচনা করবো।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

কাদিসের মাঠে পয়েন্ট খোয়ালো রিয়াল

কাদিসের মাঠে পয়েন্ট খোয়ালো রিয়াল

ক্লপের পরামর্শ মানতে গিয়ে মানের ‘পেনাল্টি মিস’

ক্লপের পরামর্শ মানতে গিয়ে মানের ‘পেনাল্টি মিস’

ম্যাসন মাউন্টের দুঃখ ‘ওয়েম্বলি স্টেডিয়াম’

ম্যাসন মাউন্টের দুঃখ ‘ওয়েম্বলি স্টেডিয়াম’

অর্ধশত দেশ ঘুরবে কাতার বিশ্বকাপের ট্রফি

অর্ধশত দেশ ঘুরবে কাতার বিশ্বকাপের ট্রফি