মেসি আবারও বার্সেলোনায় ফিরবে: জর্জ মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৬ মে ২০২২
মেসি আবারও বার্সেলোনায় ফিরবে: জর্জ মেসি

গত গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। এখনো চারদিকে রয়ে গেছে তাকে নিয়ে আলাপ আলোচনার রেশ। এসব আলাপ আলোচনার মাঝে কখনো কখনো শোনা যায় মেসির ফেরার গুঞ্জন। মেসির বাবা জর্জ মেসিও আশাবাদী, আবারও বার্সেলোনায় ফিরে আসবে তার ছেলে।

গ্রীষ্মে চুক্তি জটিলতায় বার্সেলোনা ছেড়ে যান মেসি। অর্ধেক বেতনে খেলতে চাইলেও তখন্ মেসির সামনে কোনো পথ খোলা ছিল না। তাই পাড়ি জমান পিএসজিতে। এরপর থেকে সেখানেই খেলছেন মেসি। জিতেছেন শিরোপাও। তারপরও গুঞ্জন প্রায় ডালপালা মেলে, প্যারিসে ভালো নেই মেসি।

মেসিকে নিয়ে এমন গুঞ্জনের সত্যতা সবচেয়ে ভালো জানবেন মেসির বাবা জর্জ মেসি। বার্সেলোনা বিমানবন্দরে সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনিই। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, মেসি কোনো সময় কাতালান ক্লাবে ফিরতে পারে কিনা। জবাবে তিনি জানিয়েছেন, ‘আশা করি একদিন..’

মেসি পিএসজিতে খুশি নন, এই গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন জর্জ। তিনি নিশ্চিত করেছেন যে, সাবেক বার্সা অধিনায়ক পিএসজিতে সুখেই আছেন। তিনি আরও জানিয়েছেন, সামনের গ্রীষ্মের ছুটিতেও বার্সেলোনায় যাচ্ছেন না মেসি। ২০২৩ সাল পর্যন্ত মেসির সঙ্গে পিএসজির চুক্ত রয়েছে। এটা বাড়ানোরও সুযোগ রয়েছে।

মেসি পিএসজির হয়ে প্রথম মৌসুমেই লিগ শিরোপা জিতলেও বাকিগুলো অর্জনে ব্যর্থ হয়েছেন। সবচেয়ে বড় ব্যর্থতা রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়াটা। যেটা মানতে পারেনি পিএসজি সমর্থকেরাও। পিএসজিতে এখনো নিজের নামের সুবিচার করতে পারেননি সাবেক বার্সা তারকা।

বার্সেলোনার হয়ে দীর্ঘ ক্যারিয়ার মেসির। বার্সার যুব দল থেকে ২০০৫ সালে নাম লেখান মূল দলে। এরপর টানা ১৬ বছর কাতালানদের হয়ে খেলছেন মেসি। ক্যারিয়ারে যত অর্জন তার সবটাই স্প্যানিশ ক্লাবটির হয়ে। বার্সার হয়ে রেকর্ড ৩৫টি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

আগামী মৌসুমে বার্সেলোনা শিরোপার জন্য লড়াই করবে: জাভি

আগামী মৌসুমে বার্সেলোনা শিরোপার জন্য লড়াই করবে: জাভি

মোনাকো ছাড়ার ঘোষণা দিলেন সেস ফ্যাব্রেগাস

মোনাকো ছাড়ার ঘোষণা দিলেন সেস ফ্যাব্রেগাস

গেটাফের মাঠে হোঁচট খেয়েও স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা

গেটাফের মাঠে হোঁচট খেয়েও স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা

বেনজেমাকে পিছনে ফেলে দেম্বেলের রেকর্ড

বেনজেমাকে পিছনে ফেলে দেম্বেলের রেকর্ড