রাষ্ট্রপতি ম্যাক্রোনের কথাতেই পিএসজিতে থেকে গেছেন এমবাপে!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৫ জুন ২০২২
রাষ্ট্রপতি ম্যাক্রোনের কথাতেই পিএসজিতে থেকে গেছেন এমবাপে!

ফরাসি তারকা কিলিয়ান এমবাপের দলবদল নিয়ে কম জলঘোলা হয়নি। রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন তুলে শেষ মুহূর্তে পুরনো ক্লাব পিএসজিতেই থেকে গেছেন তিনি। এমবাপেকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন তার সঙ্গে কথা বলেছিলেন ফ্রান্সে রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোন। ধারণা করা হচ্ছে, ম্যাক্রোনের কথাতেই স্বদেশে থেকে গেছেন এমবাপে।

এমবাপের সঙ্গে আলোচনার কথা ম্যাক্রোন স্বীকার করেছেন। ফরাসি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফরাসি রাষ্ট্রপতি জানান, ক্লাবের সাথে চুক্তি পুনর্নবীকরণের আগে এমবাপের সঙ্গে কথা বলেছেন তিনি।

ম্যাক্রোন বলেন, ‘হ্যাঁ, এটা সত্য যে কিলিয়ান এমবাপে তার ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তার সাথে কথা বলেছিলাম। আমি তাকে কেবলমাত্র ফ্রান্সে থাকার পরামর্শ দিয়েছিলাম। আমি বিশ্বাস করি, রাষ্ট্রপতি হিসাবে দেশের ভালো চাওয়া আমার দায়িত্ব।’

ম্যাক্রোন এও জানিয়েছেন যে, ফরাসি তারকার সঙ্গে কথা বললেও চুক্তির বিষয়ে কিংবা ভিতরের ঘটনায় তিনি কোনো প্রকার হস্তক্ষেপ করেননি। তিনি বলেন, ‘আমি কখনোই দলবদলে হস্তক্ষেপ করিনি।’

‘যখন খেলাধুলার বিষয় সামনে আসে। তখন অন্য দশজন সাধারণ নাগরিকের মতো আমিও সবসময় একটি ভালো খেলা দেখতে চাই। একটি দলকে উৎসাহিত করতে চাই। আমার ক্ষেত্রে বিশেষ করে বলতে গেলে অলিম্পিক মার্সেইকে।’ ম্যাক্রোন যোগ করেন।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে সেন্ট ডেনিসে ঘটে যাওয়া ঘটনা নিয়ে নিজের অবস্থান ব্যাখা করেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি। তিনি বলেন,’যারা টিকিট কিনেও তাদের জায়গায় বসে খেলা দেখতে পারেনি, আমি তাদের সকলের প্রতি সহানুভূতি জানাই। এই লোকদের যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দিতে হবে।’

‘আমি সর্বাধিক স্বচ্ছতাও চাই। সেদিন কী ঘটেছে তা স্পষ্ট ও দায়িত্ব নির্ধারণ করতে সরকারকে বলে দিয়েছি। ফরাসি, ব্রিটিশ এবং স্প্যানিশদের কাছে ক্ষুদ্রতম বিবরণে সবকিছু ব্যাখ্যা করতে বলেছি।’ ম্যাক্রোন যোগ করেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

পচেত্তিনোর জায়গায় মরিনহোর কথা ভাবছে পিএসজি

পচেত্তিনোর জায়গায় মরিনহোর কথা ভাবছে পিএসজি

লিডসের হাতে ঝুলে আছে রাফিনহার ভাগ্য

লিডসের হাতে ঝুলে আছে রাফিনহার ভাগ্য

মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন এমারসন

মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন এমারসন

ফুটবলকে বিদায় বলে দিলেন কার্লোস তেভেজ

ফুটবলকে বিদায় বলে দিলেন কার্লোস তেভেজ