তিন দেশের ২২ শহরে বসবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৪ জুন ২০২২
তিন দেশের ২২ শহরে বসবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

২০০২ বিশ্বকাপের ২৪ বছর পর ২০২৬ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলে যৌথ আয়োজক দেখবে বিশ্ব। উত্তর আমেরিকা মহাদেশের তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ২৩তম বিশ্বকাপ। এই আসর থেকেই ৩২ দলের পরিবর্তে অংশ নিবে ৪৮ দল। বিশ্বকাপের এই আসরে আয়োজক তিন দেশের ২২ শহরে অনুষ্ঠিত হবে পুরো টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১৬ জুন) আনুষ্ঠানিকভাবে ভেন্যুর নাম জানাবে আয়োজক তিন দেশ। এর আগেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়ে দিয়েছে কোন কোন শহরে অনুষ্ঠিত হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ।

২৩তম ফুটবল বিশ্বকাপের জন্য ৪১ শহরের ৪৩ টি স্টেডিয়ামকে নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত সেখান থেকে ২২ শহরের ২৩ স্টেডিয়ামকে বেঁছে নিয়েছে ফিফা।

আয়োজক ২২ শহরের মধ্যে ১৬টি মার্কিন যুক্তরাষ্ট্রের। আর বাকি ছয় শহরের তিনটি করে সহ-আয়োজক দেশ কানাডা ও মেক্সিকোর।

কাতারে অনুষ্ঠিতব্য ২২তম ফুটবল বিশ্বকাপই হতে যাচ্ছে ফুটবলের শেষ বিশ্ব আসর যেখানে খেলবে ৩২দল। ২৩তম আসর থেকে দেখা মিলবে ৪৮ দলের ও ম্যাচ অনুষ্ঠিত হবে ৮০ টি। তাই স্বাভাবিকভাবেই বেড়েছে আয়োজক শহর ও ভেন্যুর সংখ্যা।

২৩তম আসর দিয়ে উত্তর আমেরিকা মহামদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। এর আগে ১৯৭০ ও ১৯৮৪ সালে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো ছিল বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ। আর ১৯৯৪ সালে মার্কিন মুলুকে প্রথম ও একমাত্রবারের মতো বসেছিল ফিফা ফুটবল বিশ্বকাপ।

ফিফা বিশ্বকাপের আয়োজক শহর ও স্টেডিয়াম-

মার্কিন যুক্তরাষ্ট্র
আটলান্টা- মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম
বোস্টন- জিলেট স্টেডিয়াম
সিনসিনাটি- পল ব্রাউন স্টেডিয়াম
ডালাস- এটি অ্যান্ড টি স্টেডিয়াম
ডেনভার- মাইলজ হাই স্টেডিয়াম
হোস্টন- এনআরজি স্টেডিয়াম
কানকাস সিটি- অ্যারোহেড স্টেডিয়াম
লস অ্যাঞ্জেলস- রোজ বোল স্টেডিয়াম/ সোফি স্টেডিয়াম
মিয়ামি- হার্ডরক স্টেডিয়াম
নাশভিল- নিশান স্টেডিয়াম
নিউ ইয়র্ক- মেট লাইফ স্টেডিয়াম
অরল্যান্ডো- ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম
ফিলাডেলফিয়া- লিংকন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম
সান ফ্রান্সিসকো- লেভি’স স্টেডিয়াম
সিটেল- লুমেন ফিল্ড
ওয়াশিংটন- এম অ্যান্ড টি ব্যাংক স্টেডিয়াম

কানাডা
এডমনটন- কমনওয়েলথ স্টেডিয়াম
টরেন্টো- বিএমও ফিল্ড
ভ্যানকোভার- বিসি প্লেস

মেক্সিকো
গুয়াডালাজারা- এস্তাদিও অ্যাকরন
মেক্সিকো সিটি- অ্যাজটেকা স্টেডিয়াম
মন্টেররি- এস্তাদিও বিবিভিএ

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :