ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিলো আইসল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৫ এএম, ২৭ জুন ২০১৮
ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিলো আইসল্যান্ড

ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো আইসল্যান্ড। ম্যাচে অনেকটাই দুর্বল শক্তির ছিল ক্রোয়েশিয়া। তবুও আইসল্যান্ডকে চাপের মধ্যে রাখে। শেষ পর্যন্ত ২-১ গোলে হারের স্বাদ নেয় আইসল্যান্ড।

ক্রোয়েশিয়ার আক্রমণের মুখে আইসল্যান্ড ডিফেন্ডাররা গোল বাঁচাতেই ব্যাস্ত ছিল বেশি। যদিও গোলের সুযোগ পেয়েছিল আইসল্যান্ডই বেশি। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হলো গোলশূন্য সমতায়। তবে ম্যাচের তিন গোলের সবগুলোই হয়েছে দ্বিতীয়ার্ধে। ২-১ গোলেই জিতেছে ক্রোয়াটরা।

রোস্তভ এরেনায় আইসল্যান্ডের সঙ্গে নিয়মিত একাদশের ৯জনকেই মাঠে নামাননি ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ। নিজের সাইড বেঞ্চকে ঝালিয়ে নেয়ার পূর্ণ প্রচেষ্টা এটি। কোনোমতে ড্র করতে পারলেও গ্রুপ চ্যাম্পিয়ন। তবুও ভয়-ডরহীন একাদশ বানিয়েছেন ক্রোয়েশিয়া কোচ।

অন্যদিকে পূর্ণ শক্তির আইসল্যান্ড মাঠে নামে। ক্রোয়েশিয়ার জালে বল জড়াতে পারলেই দ্বিতীয় রাউন্ডের দরজা খুলে যাবে তাদের সামনে। কিন্তু শেষ পর্যন্ত গোলের খেলায় গোলই করতে পারলো না আইসরা।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে দারুণ এক গোলের সুযোগ তৈরি করেছিলেন আইসল্যান্ড অধিনায়ক গানারসন। কিন্তু ক্রোয়েশিয়ার গোলরক্ষক কালিনিচ অসাধারণ দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে সেটি রক্ষা করেন। এর আগে ৪০ মিনিটে একটি সুযোগ পেয়েছিল আইসল্যান্ড। ফিনবগাসন ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক শট নেন। কিন্তু সাইড বারের পাশ দিয়ে চলে যায় বলটি।


শেয়ার করুন :


আরও পড়ুন

নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো আর্জেন্টিনা

নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো আর্জেন্টিনা

নেইমার যতবার মাটিতে পড়বে ততবার বিয়ার ফ্রি

নেইমার যতবার মাটিতে পড়বে ততবার বিয়ার ফ্রি

ক্ষমা চাইলেন মোহামেদ সালাহ

ক্ষমা চাইলেন মোহামেদ সালাহ

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে বিশ্বকাপে পেরুর প্রথম জয়

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে বিশ্বকাপে পেরুর প্রথম জয়