উড়তে থাকা নেপোলিকে থামালো লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২০ এএম, ০২ নভেম্বর ২০২২
উড়তে থাকা নেপোলিকে থামালো লিভারপুল

যে দলটির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ শুরু হয়েছিল, তাদের হারিয়ে গ্রুপ পর্ব শেষ করলো লিভারপুল। নাপোলিকে ২-০ গোলে হারিয়ে নকআউটে পা রাখছে অলরেডরা। লিডস ইউনাইটেডের কাছে প্রিমিয়ার লিগে হারার পর এই জয় নিঃসন্দেহে মনোবল বাড়ালো লিভারপুলের। 

অবশ্য এই ম্যাচ জিতে নাপোলির সমান ১৫ পয়েন্ট পেলেও সিরি আ দলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আটকাতে পারেনি লিভারপুল। গোল ব্যবধানে ‘এ’ গ্রুপে তারা রানার্সআপ। আয়াক্স আমস্টারডামের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে রেঞ্জার্স, ছয় ম্যাচের সবগুলোতে পরাজিত তারা।

নাপোলির বিপক্ষে অ্যানফিল্ডে গোলের দেখা পেতে ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লিভারপুলকে। কর্নার থেকে ডারউইন নুনেজের হেড অ্যালেক্স মেরেট ফিরিয়ে দিলে মোহাম্মদ সালাহ জালে বল ঠেলে দেন। ইউরোপিয়ান প্রতিযোগিতায় লিভারপুলের রেকর্ড গোলদাতা স্টিভেন জেরার্ডের পাশে বসলেন তিনি ৪১তম গোল করে।

ইনজুরি টাইমের অষ্টম মিনিটে ভার্জিল ফন ডাইকের উঁচুতে লাফিয়ে করা হেড ফিরে এলে নুনেজ লক্ষ্যভেদ করেন।

অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে বিদায় করেছে এফসি পোর্তো। ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন তারা। ক্লাব ব্রুগে বায়ার লেভারকুসেনের সঙ্গে গোলশূন্য ড্র করে হয়েছে গ্রুপের রানার্সআপ।

পয়েন্ট ভাগাভাগি করে গ্রুপের তৃতীয় দল হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে লেভারকুসেন। তাদের সমান পাঁচ পয়েন্ট পেলেও গোলব্যবধানে ইউরোপের মঞ্চ থেকে ছিটকে গেছে অ্যাটলেটিকো।

স্পোর্টসমেইল২৪/আরআইএম


শেয়ার করুন :


আরও পড়ুন

নটিংহ্যামকে গোল বন্যায় ভাসিয়ে শীর্ষে আর্সেনাল

নটিংহ্যামকে গোল বন্যায় ভাসিয়ে শীর্ষে আর্সেনাল

‘বিতর্কিত পেনাল্টি’, রেফারিকে ধুয়ে দিলেন রিয়াল কোচ

‘বিতর্কিত পেনাল্টি’, রেফারিকে ধুয়ে দিলেন রিয়াল কোচ

অপ্রতিরোধ্য বায়ার্নের ছয়ে ছয়

অপ্রতিরোধ্য বায়ার্নের ছয়ে ছয়

জয় দিয়ে চ্যাম্পিয়ানস লীগ শেষ করলো বার্সেলোনা

জয় দিয়ে চ্যাম্পিয়ানস লীগ শেষ করলো বার্সেলোনা