আজ মাঠে নামছে মেসি-এমবাপ্পের পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২২
আজ মাঠে নামছে মেসি-এমবাপ্পের পিএসজি

এতদিন কাতার বিশ্বকাপের জন্য ধামাচাপা হয়েছিল ক্লাব ফুটবল। তবে বিশ্বমঞ্চ শেষে আবারো ফুটবল প্রেমীদের নজর ক্লাব ফুটবলে। আজ ক্লাব প্রীতি ম্যাচে ইউএস কুইভিলি-রুয়েন মেট্রোপলিসের বিপক্ষে খেলতে নামবে মেসি-এমবাপ্পে-নেইমারদের দল পিএসজি।

বিশ্বকাপ চলাকালে প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরিয়া, লিগ-ওয়ান এর মতো ইউরোপের বড় বড় টুর্নামেন্ট বিশ্বকাপের আগেই তাদের ম্যাচ গুলো শেষ করেছিল। তবে ক্লাবগুলোর প্রীতি-ম্যাচগুলো ছিল চলমান।

তারই ধারাবাহিকতায় আজ বিকাল পাঁচটায় ফরাসি লিগ-২ এর দল ইউএস কুইভিলি-রুয়েন মেট্রোপলিস বিপক্ষে মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেইন। তবে ম্যাচে তারকা খেলোয়াড় মেসি, এমবাপ্পে কিংবা নেইমার থাকবে কিনা তা নিয়ে কোন স্পষ্ট তথ্য জানায়নি ক্লাবটি।

তাছাড়া বিদেশি গণমাধ্যমগুলো থেকে জানা যায়, বিশ্বকাপ জেতার পর এখনই ক্লাবে ফিরবেনা মেসি কিংবা এমবাপ্পে। ধারণা করা যায়, নতুন বছরে লিগ ওয়ানের ম্যাচের দেখা যেতে পারে তাদেরকে।

বিশ্বকাপের আগে সবশেষ আক্সেরের বিপক্ষে মহাতারকাদের নিয়ে খেলেছিল পিএসজি। সে ম্যাচে এমবাপ্পে-হাকিমিদের দাপটে প্রতিপক্ষদের ৫-০ গোলে হারিয়েছিল লিগ-১ এর শীর্ষে থাকা দলটি।

এরপর সবার নজর আসে কাতার বিশ্বকাপে। বিশ্বমঞ্চের আমেজে অনেকটা ধামাচাপা পড়ে গিয়েছিল ক্লাব ফুটবলের ম্যাচগুলো। তারকাহীন সেইসব প্রীতি-ম্যাচে তেমন আগ্রহ দেখা যায়নি। তবে আবারও ফিরতে চলেছে ক্লাবগুলোর প্রধান প্রধান খেলোয়াড়।

বিশ্বকাপে মরক্কোর কাছে তিক্ত হারে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল বেলজিয়াম। এরপর দলের অধিনায়ক কেভিন ডি ব্রুনে আবারও ফিরেছেন ম্যানসিটি শিবিরে। স্প্যানিশ ক্লাব গিরোনার বিপক্ষে খেলতে নেমে আবারও জালের দেখা পান এই তারকা। এছাড়া হল্যান্ড, রিয়াদ মহারাজ, মোহাম্মাদ সালাহ সহ আরও অনেক তারকা আছে চলমান প্রীতি-ম্যাচগুলোতে।

 

স্পোর্টসমেইল২৪/এমটিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির জার্সিতে পা মুছে অপমান!

মেসির জার্সিতে পা মুছে অপমান!

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল

শোক কাটিয়ে মাদ্রিদের মাঠে ফিরলেন রোনালদো

শোক কাটিয়ে মাদ্রিদের মাঠে ফিরলেন রোনালদো

বিশ্বকাপের সেরা পাঁচ দ্রুত গতির ফুটবলার যারা

বিশ্বকাপের সেরা পাঁচ দ্রুত গতির ফুটবলার যারা