চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে চেলসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৮ মার্চ ২০২৩
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে চেলসি

বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিলো চেলসি। প্রথম লেগে হেরে পিছিয়ে থাকার পরও দারুণ এক জয়ে কোয়ার্টারে উঠলো তারা। দলটির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে চেলসি।

মঙ্গলবার দিনগত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের এই ম্যাচটিতে দরের পক্ষে প্রথমার্ধে রাহিম স্টার্লিং এবং দ্বিতীয়ার্ধে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্জ। এর আগে প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরেছিল চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে বরুশিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রথম ১০ মিনিটে গোলের তিনটি ভালো সুযোগ পেয়েছিল চেলসি। তবে কাজের কাজ করতে পারেনি। উল্টো রবুশিয়ার হয়ে ১৭তম মিনিটে মার্কো রয়েসের ফ্রি কিক ঝাঁপিয়ে ফিরিয়ে দেন চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

বার বার সুযোগ পেয়েও গোল না পাওয়া চেলসি এগিয়ে যায় ম্যাচে ৪৩তম মিনিটে। আলগা বলে চিলওয়েলের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে যান স্টার্লিং। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয়বার বুলেট গতির শটে জাল খুঁজে নেন তিনি। ১-০ গোলে এগিয়ে যায় চেলসি।

যদিও এর আগে ৩৮তম মিনিটে জার্মান মিডফিল্ডার বল জালে পাঠিয়েছিলেন। তবে আক্রমণের শুরুতে স্টার্লিং অফসাইডে থাকায় গোলটি বাতিল করে দেন রেফারি।েএক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দল।

প্রথমার্ধে গোল পেতে দেরি হলেও দ্বিতীয়ার্ধে খুব বেশি সময় লাগেনি। যদিও গোলটি আসে পেনাল্টি থেকে। ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাভার্টজ। চিলওয়েলের ক্রস বরুশিয়ার মারিউস উলফের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সেখানেও নাটকীয়তার জন্ম দেয়। প্রথম শটে গোল করতে ব্যর্থ হন হাভার্টজ। ডানদিকে পোস্টে লেগে ফিরে আসে বল। তবে দ্বিতীয় শট নেওয়ার আগেই দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড় ডি বক্সে ঢুকে যাওয়ায় আবারও শট নেওয়ার সুযোগ পেয়ে তা কাজে লাগান হাভার্টজ।

এরপর বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা হলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। সেই সাথে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে তারা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দারুণ প্রত্যয়ী এমবাপ্পে

দারুণ প্রত্যয়ী এমবাপ্পে

প্রত্যাবর্তনের কাব্য লিখে লিভারপুলকে উড়িয়ে দিল রিয়াল

প্রত্যাবর্তনের কাব্য লিখে লিভারপুলকে উড়িয়ে দিল রিয়াল

চ্যাম্পিয়ানস লিগে রাউন্ড অব সিক্সটিনথ নির্ধারণ

চ্যাম্পিয়ানস লিগে রাউন্ড অব সিক্সটিনথ নির্ধারণ

মেসির রেকর্ড গোলেও পয়েন্ট খোয়ালো পিএসজি

মেসির রেকর্ড গোলেও পয়েন্ট খোয়ালো পিএসজি