চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বিশৃংখলার ঘটনায় উয়েফার ‘অপর্যাপ্ত’ ও ‘সিমীত’ ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। প্যারিসের স্তাদে ডি ফ্রান্সে অনুষ্ঠিত গত আসরের ফাইনাল দেখতে গিয়ে স্টেডিয়ামের বাইরে হেনস্থার শিকার হওয়া দর্শকদের জন্য এ ক্ষতিপূরনের প্রস্তাব করেছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
২০২২ সালের ২৮ মার্চ অনুষ্ঠিত বিশৃঙ্খলাপূর্ণ ওই ফাইনাল ম্যাচে লিভারপুলকে হারিয়ে শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি দেখতে গিয়ে পুলিশি বাঁধা, টিয়ার সেল আক্রমণসহ নানামুখী নির্যাতনের শিকার হওয়া রিয়াল ভক্তরা বলেছেন, তারা ইউরোপীয় ফুটবল পরিচালনা সংস্থার কোন পরিকল্পনায় সাড়া দিবে না।
গত মঙ্গলবার উয়েফা জানিয়েছে, তারা লিভারপুলের সব সমর্থককে ক্ষতিপূরণ দিবে। সেই সঙ্গে ওই ঘটনার শিকার হওয়া অন্য দর্শকদেরও ক্ষতিপূরণ দিবে।
এক বিবৃতিতে মাদ্রিদ জানায়, ‘আমাদের ক্লাব বিশ্বাস করে গত মঙ্গলবার আনুষ্ঠনিকভাবে ঘোষণা করা উয়েফার প্রস্তাবটি অপর্যাপ্ত। এটি শুধুমাত্র টিকিটের মূল্য ফেরতের মধ্যে সীমাবদ্ধ। যা স্টেডিয়ামে প্রবেশের প্রমাণ সাপেক্ষে।’
মাদ্রিদ আরও জানায়, ‘বিলম্বে ম্যাচটি শুরু হয়েছে, যা অগ্রহণযোগ্য। সেই সঙ্গে স্টেডিয়ামে প্রবেশ ও বের হওয়ার সময় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়েছে সমর্থকদের, যেটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে চুরি, হামলা এবং মাত্রাতিরিক্ত হুমকির সম্মুখীন হতে হয়েছে তাদের। এসব কারণে উয়েফার প্রস্তাবিত ক্ষতিপূরণ পদ্ধতিতে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ।’
ওই ঘটনার প্রতিকার এবং এর সম্পূর্ণ দায় দায়িত্ব উয়েফাকেই বহন করতে হবে বলে দাবি করেছে রিয়াল মাদ্রিদ।
স্পোর্টসমেইল২৪/আরএস