দেড় যুগের মধ্যে রিয়ালের সর্বোচ্চ রাজস্ব আয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮
দেড় যুগের মধ্যে রিয়ালের সর্বোচ্চ রাজস্ব আয়

বিগত ১২ মাসে দেড় যুগের (১৮ বছর) মধ্যে সর্বাধিক রাজস্ব আয় করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির পক্ষ থেকে ঘোষণা করা আর্থিক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

২০১৭-১৮ মৌসুমে ক্লাবটি ৭৫০.৯ মিলিয়ন ইউরো আয় করেছে বলে ওই আর্থিক রিপোর্টে বলা হয়েছে। এর মধ্যে খেলোয়াড় বিক্রি থেকে প্রাপ্ত অর্থও রয়েছে।

এটি আগের বছরের তুলনায় এটা ১১.৩ শতাংশ বেশি। যা ২০০০ সালে ফ্লোরেন্টিনো পেরেজ ক্লাবের সভাপতি হবার থেকে এ পর্যন্ত সর্বাধিক উন্নতি। মাদ্রিদের নেট প্রফিটের পরিমাণও বেড়েছে ৩১.২ মিলিয়ন ইউরো। যা আগের অর্থবছরের তুলনায় বেড়েছে ৪৫.৯ শতাংশ। ক্লাবটির নেট সম্পদের পরিমাণও বেড়ে দাঁড়িয়েছে ৪৯৪.৫ মিলিয়ন ইউরো।

আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ক্লাবের বার্ষিক সাধারণ সভা। সেখানে এই আর্থিক রিপোর্ট অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

মডরিচকে অভিনন্দন সিআর সেভেন

মডরিচকে অভিনন্দন সিআর সেভেন

স্বাগত ম্যারাডোনা

স্বাগত ম্যারাডোনা

সেমিফাইনালে যেতে দুর্বার বাংলাদেশ

সেমিফাইনালে যেতে দুর্বার বাংলাদেশ

রিয়াল থেকে মার্সেলোর বিদায়!

রিয়াল থেকে মার্সেলোর বিদায়!